কোন এক দিগন্তের ঠিকানা খুঁজতে চাই
যেখান থাকবেন কোন সংশয়।
আর ভালো লাগে না এ'দুনিয়ার হালচাল
মানুষ মানুষের মধ‍্যে রেষারেষী।

এই ভাল আর এই মন্দ চলছে তো চলছে
হাসি আর কান্না কেমন যেন খেলা!
আমরা মানুষেরা ছুটছি তো ছুটেই চলেছি
দিগন্ত গতির দিক হারা-দিশেহারা।

কোথায় ঠিকানা আমাদের সকল আমরাই
ভিত্তিহীন দর-কষাকষি জীবনমান।
মূল‍্যবোধ অবমূল‍্যায়ন কি যে এক যন্ত্রণা
ভাবতেই ভাবনাই ঠেঁকায়ে দেয়।

কখনো কেউ বিজয় একটি দু'টি জায়গায়
যেন দিগন্ত গতিতর সেরা গর্ববোধ।
সেই মানুষই কোথাও না কোথাও পরাজয়
থাকে না ঘর কি পরবাস শান্তি-সুখ।

ওরে মানুষ কেন ছুটে চলি ঐ'রকম নির্বোধ
বিধাতার বিধানে কি বলা রয়েছে?
জীবনবোধ কেমন হবে; জীবন যাপন ঐ'রূপ
সেই জীবনই সেরা জীবন সুন্দর।

যতই করি দিগন্ত গতি আকাশ কুসুম চিন্তা
সঠিক পথ দিকহারা পাখি ন‍্যায়।
উত্তম আর অধম সকল তরে তলাহীন প্রাণ
বিজয়াস্তম্ভ মানবতা দৌরাত্মায়।
*************************
বাণী: খুব বেশি চিন্তা করে জীবনে কখনো দিগন্ত উন্মুোচন সম্ভব নয়। স্বচ্ছ চেতনায় যতটুকু প্রচেষ্টা করা যায়। ততোটুকুতেই আল্লাহর অশেষ রহমত ও বরকত পাওয়া যায়। আর তাতেই মানব জীবন সফলকাম।