এই দুনিয়া বড়ই আজব ভাই
সবই লীলা-খেলা।
কেহ খেলায় হয় বিজয়ী
বিজেতা ছন্দ পতন।

পরচর্চা ধন নাহি দেখি
দু'নয় বিভোরতা প্রাণ।
বিধাতা কহেন ওহে মানব
শূন্যতায় পেতে পূর্ণতা!

নিজ তবেই বিজয়ী উত্তম
নিজ অর্জনে রহিও।
কভূ নয় পরধন রূপচর্চা
দেখবে উদ্ভাসিত তুমি।

হাসবে আপন মন সতত
এই স্বদেশ-বৈদেশ।
রইবে তোমারই পাশে এক
মানবতা সমেত সবাই।

যে দেশে ফকির বাদশা
বাদশাও ফকির হয়!
দেখা শোনা হাজার কথা
এ'দেশ উন্নয়ন অনেকাংশ।

চলি নিজ জ্ঞান পরিচালনা
কার কি ছিল, আছে?
ভাগ্যে-সৌভাগ্য প্রেরতমর্ম
কত-মহারতী গুণিতে।

করছি কর্ম দেখা সাক্ষাৎ
কই ভাই-বোন খ্যাতি?
কেউ নয়'তো ভূবন উষামন
বেঁচা থাকা আর জন্মটা।

স্বার্থক কর্মগুণ প্রাপ্যে রহি
সকল জনতা সুউচ্চে।
অনেক পথের যাত্রী আমি
কোন কাননে দৃশ্যতা?

শূন্যে রদন অলিক মন
জ্ঞানী লোকই ভাই!
প্রকৃত লোক ক'জনা এ'ভবে?
গীত মাজার সেরা।

আবল-তাবল যত মানুষ
দলে ভারী তারাই।
বিধাতা সত্য নিষ্ঠা জ্ঞান
দেন ঠিকই মানুষকে।

সেই'তো প্রকৃত প্রাপ্য জন
স্বর্ণাক্ষরে থাকবে লেখা।
গুণিজন খেতাব! টাকা নয়..
কর্মগুণ মহানুভবতা স্বর্গ।

সেই জীবন কাম্য পরবাস
হায়া অপ্রিয় মায়াধন।
তারাই মূল্য বোঝে যারাই
চিন্তা নাকি মন-প্রাণ।

ঐ'সেই ছোট্ট বেলা দেখা
আজও চল মান।
কতজনা'র কত কথা জানা
দেখা কত বড়লোকি।

আজকে বাদশা কাল ফকির
কাজ করি তাই ভাই।
খাই সেই'তো দু'টি ভাত!
কাউকে পেলে বলি!

মন চেলে খেয়ে নাও'না
এমন জীবন চলা।
তারপরও শুকুনি মামা হিংসা
অভিনন্দন শেষে ভাই।

অনেক ধনী আপনি বেশ'তো
সুখ যাপনে রইবেন।
পান যেন দয়া আল্লাহর
শুভ কামনা জানবেন।
××××××××××××××××××
কবিতাটি উৎসর্গিত: আমার বড় ভাই সে তার ইনকামের অর্থের পরিমাণ জানান। সেই অর্থে এই কবিতাটি লেখা। যারজন্যে তাকেই এই কবিতাটি উৎসর্গ করা হল। হে আল্লাহ্ হিংসা মনটিকে সুমন তৈরি করুন। আমিন।।

বাণী: অর্থ দ্বারা যারা মানুষকে সৎ পথে ব্যবহার করে। একমাত্র সেই সকল লোকেরাই আল্লাহর সর্বোত্তম বান্দা। অন্যথায় নিকৃষ্ট পশুমানুষও বটে।।