কখন যে বয়স বেড়ে পঞ্চাশ পেরিয়ে
শরীর যেন মানতে চায় না ভারটিতে।
একটি কথা মানে না মন রই যৌবন
মানব সম্পদ ও প্রশাসন মনস্থিরতা!


কর্মস্থল এক অসামান‍্য অনুপ্রেরণাতে
সকল অধিনস্থ প্রিয় স‍্যার বলে কথা!
আবদার একটি বিনোদন আনন্দ ঘন
পরিবেশ চাই জমকাল বিজয়ানুষ্ঠান।


আমি খেলা পাগল মনটিতে রহি সাঁই
সহমত পোষণ অসম্ভবকে বিজয় মন।
সেই মনে উদ্ভাসিত উল্লাস বিলাপপূর্ণ
খেলা ফুটবল চিরচেনা প্রিয়দল দু'টি।


বাংলাদেশ সমর্থক দর্শক অপূর্ব নয়ন
আত্মার আস্তাদন গর্বিত গর্ব সেরার।
মেসি নেঈমার রোলানদিনহ পূর্ণতায়
আর্জেন্টিনা বনাম ব্রাজিল দল খেলা।


অনুষ্ঠিত হয় সাম‍্যের অধিকার সামর্থ
টান টান উত্তেজনা এ'বুঝি হল গোল!
প্রথম অধ‍্যায় পনের মিনিট পর পায়ে
পেলাম রগটান তবুও ধীরতা স্থিরমন।


দ্বিতীয় বার আবার পেলাম একই টান
ছাড়তে হল মাঠ বন্ধ হয় আমার খেলা।
দর্শক সাড়ি আসন গ্রহণ মর্যাদা মূল‍্য
সত‍্যই এখন যে বয়স নয় খেলা করা।


দর্শক সাড়িতে খেলা দেখা-পরিচালনা
সেটাই হল বড় কথা আনন্দ বিনোদন।
বাহ্!বাহ্; সাবাস সাবাস গোল গোল;
একেক করে গোল সাতটি বিজয়মাল‍্য।


বিজয়ের সুউচ্চমান শীর্ষতা পেয়ে যায়
আর্জেন্টিনা সমর্থক দল সাত শূন‍্য গোল।
ব্রাজিল সমর্থক দল খেলা শেষ হওয়ার
পনের মিনিট পূর্বেই শেষ মাঠ ছাড় সব।


পরিশেষে, পুরস্কার বিতরণ অসামান‍্য
অবদান ম‍্যান অব দা ম‍েস খেতাবটি!
চার-চারটি গোল পায় অফিস পিয়ন মি.
রাকিবুল হাসান সেরা প্লেয়ার ম‍্যান অব-


দা মেস বিজয় পান আর্জেন্টিনা সমর্থক
দল আমরা সকল ফুটবল প্রিয় জনতায়।
উৎসাহিত উৎসুক আনন্দ প্রিয় দর্শকহৃদ
আস্তার অনন্য প্রেমময় ভালো লাগা দল।


সমর্থক সর্বোসেরা অসাধারণ চাওয়াতে
রয় প্রিয় দল যেন পায় সেরাটা এ'দীক্ষা!
তাই তো বয়স যেমনটাই হোক না কেন!
বিনোদন অপূর্ব নয়ন প্রাণ উৎফুল্ল সূধার।


সেই মন থাকবে প্রজন্ম থেকে প্রজন্মান্তর
একক সুযোগ্য পবিত্রতা রক্ষা রসিকতা।
সেই অনুপ্রেরণা রেখে শতত আর্শিবাদতুষ্ট
সকল ফুটবল প্রিয় বিশ্ববাসীতে মাঠে নয়!


সাথে থেকে অনুপ্রেরণা দিয়ে যাবো যতটা
সময় বেঁচে থাকি। নিজ মন বিলায়ে দিবো'
আমি প্রিয় দল আর্জেন্টিনা সমর্থক'এই মন
বলি বাংলার বাংলার দামাল ছেলেরাও বল!


খেলবো বিশ্বকাপ জয়ের আশাতেই ফুটবল
সেই মনবল রেখো সব সময় যেমন খেলছে
ক্রিকেট দল বাংলারই তারা সন্তান কেন নয়
ফুটবল? সরকারী পৃষ্টপোষকতা ফান্ডিং সেবা।


অনেক ভালো খেলোয়াড় রয়েছে এ'দেশেই
বাংলার দামাল ছেলেরা পারে না এমন নয়!
এই বাংলাই ইতিহাস সাক্ষী দেশ স্বাধীনতা
অর্জন লাল-সবুজ পতাকা সাফগেইম সেরা।


তবে কেন নয় বিশ্বকাপ ফুটবল অংশ গ্রহণ?
কোথায় সমস্যা বাফুফে বোড দেখো খতিয়ে!
তৈরি করো খেলোয়াড় সুউচ্চমান জনতাতেই
অসাধারণ নৈপূর্ণতার পরিচয় দাও সারা বিশ্বে।


আমার সামর্থ থাকলে দেখতাম বাংলাদেশের
সন্তানেরা কেন চান্স পান না ফুটবল খেলায়?
অর্থ বয়স সময় শরীরে বল সব কিছু মিলায়ে
সহমত রেখে আজ হতে বিদায় খেলা নিলাম।
×××××××××××××××××××××××××××××
বাণী: সভ্যতার বিকাশে ফুটবল এক অনন্য সুন্দর নৈপূর্ণতার আকর্ষনীয় অপূর্ব বিনোদন মূলক খেলা উপহার। যার তুলনা হয় না অন্য কোন খেলা-ধূলার সাথেই। সেই মন হতে বলছি বাংলাদেশের দামাল সন্তানেরা যেন গড়ে ওঠে ভাল ফুটবল প্লেয়ার হয়ে। খেলবে একদিন জাতীয় পর্যায়ে যোগ্য হবে বিশ্বকাপ ফুলবল আসরের। হয় তো আমি সেই সময় থাকবো না তোমাদের মাঝে। তবুও চাই বাংলাদেশের সন্তানেরা পরিচিতি লাভ করবে বিশ্ব ফুটবল দরবারের মাধ্যমে সকল বিশ্ববাসীতে। ফুটবল খেলাতে এমন বিনোদন উপভোগ্য যা পরিশুদ্ধতা রক্ষায় অনন্য।