একটি কথাই চাই তোমাকে বলতে
একটি কথাই চাই তোমাকে শোনাতে
একটি কথাই চাই তোমাকে জানাতে
একটি কথাই চাই তোমাকে দিতে।।


তোমাকে বলতে চেয়ে ছিলাম আমি
তোমাকে অনেক ভাল লাগে তাই তো
তোমাকে দেখলেই হ্নদয় করে আনচান
তোমাকে পেলে যেন হবে মনটিতে তৃপ্ত।।


কি যে তোমার শোভাতে
রয়েছো যে একাগ্রতাতে
কি জাদু দেখাতে চেয়েছিলে?
আমি সেই দিন বলেছিলাম।


তুমি আমার কথা রাখলে না!
শুনতেও চেলে না; কি যে করা!
তোমার চলন বলনে ঐ' সেই স্নিগ্ধে
শুধু একটি কথাই বলতে চাই এই;


সেই মন তোমার পানে রয় যে সর্বক্ষণে!
তুমি জেনেও জান না; না জানাতে রয়ে
দেখ দূর হতে আমাকে! আমি কি বলি?
চাই কি বলতে? আমি ভালোবাসী তোমাকে!


একান্তই আপন জেনে; আপন জ'নাতেই'
তুমি কি আমার ঐ একটি কথার মর্যাদা দিবে?
পারবে কি কখনও ধরে রেখে সন্মানি করতে ঐ'মনে!
কত কথাই তো ভাবনাতে জাগায়ে থাকে ঐ'মনে।


বলো না! বলবো কি ঐ'সেই একটি কথা!
যে কথাটি জমা রেখেছি তোমাকে চেয়েছিলাম
হঠাৎ করে লজ্জ্বা শরমের মাথা খেয়ে বলতে;
আমি তোমাকে সেই "একটি কথা" আপন জানাতেই।।


রইবো একসাথে! বাঁধবো বাঁধন!
রইবো ঐ' সেই হ্নদয় মনের মনের কুঁঠিরে।
হবে তোমাতে আমার শুধুই "একটি কথা"
কতশত জমানো মনের কল্প কথা  তুমি হবে
যে আমায় একান্তই ভালোবাসাতে পূর্ণ‍্যতায়।
===×××===
===×××===
বাণী: মানুষের জীবনের অনেক মূল‍্যবান এমন "একটি কথা" যে কথাটির অর্থ তাৎপর্যপূর্ণ! সেই তরে মানুষের জীবনে ঐ'রইবো সত‍্য কর্তব‍্য নিষ্ঠার ন‍্যায় পরায়নতা ওয়াদা রক্ষার্থের তরে। যে কথাটির তাপ্তিক জ্ঞান উপলব্দ কখনই মুছে ফেলার নহে।  যা পালন করলে প্রত‍্যক মানুষ মূল‍্যবান হবে এই সমাজেই (নারী-পুরুষ) উভয়েই। সেই তরে "একটি কথা" অতুলনীয়।।