এ কেমন কবিতা রে ভাই-বোন সকল'
আমরা নাকি লিখি কবিতা হতে কবি?
অনেক কবি দেখি লিখেন বেশ রসিক
রম্য রসে ভরামন এক অনন্য স্নিগ্ধতা।

এতো রস ভরপুর কবিতার পাতাভরা
একদিন মনটি বেশ উতলা হয় সেই!
দেখবো ঐ'রসিক কবিকে হয়তো কত
না বেশ মিষ্টতা পূর্ণ কবিচরণ উষামন।

কত দিন ছিলাম আশায় মনটি দেখা
মিলবে একদিন হাতে হাত মিলবন্ধন!
চেহারা বেশ মুগ্ধকর অপূর্ব নয়ন ভার
আসলেই কবি যেন এক অসাধারণের।

তাই তো একদিন উতলা মন ব্যাকূল
হয়ে যাই তেরে মেরে কবিতার কোন
এক আসর অনুষ্ঠান উপভোগ্য কাব্য
রসিক বাক্য প্রেমিক-প্রেমিকা ভোগে।

কত কবির কত কথা আসলে দেখা
প্রকৃত কবি দেখা মিলা বড়ই ভার!
এমন সকল কথা কয়; যাহা কবিতা
তো নহে, মনে হয় এসেছে একঝড়।

যদি পায় কেহ কারো ত্রুটি সেই তো
আর শোনে কার কথা। শুরু বিলাপে
একজন আরেক জনাকে পারছে না
দেখতে; ধর্যের সীমানা ছাড়া দায়।

ভেবে মরি এই নাকি কবি ও কবিতা!
কোথায় কবিরা রহে এমন কাব্য মন?
কেমন যেন ক্ষেপা এক কবি আর অন্য
ভয় লাগে ঘৃণা হয় কবিতা চরণ ভেদ।

সেই তরে আমার নিজেকেই কবিতা
ও কবি পরিচয়ে লজ্জ্বা পেতে লাজুক!
কোথাও কবি কবি কবিতা থাকে না
কাহারো মাঝে কেন যেন ভাব' শুধুই..

আমি চাই কবি নজরুলের মতন মুক্ত
চেহারা যাই হোক; যেন সভ্যতা পাই।
ভাল লেখার সাথে ভাল আচরণ চাই'
চাই প্রকৃতই প্রেম ভরা মন কাব্যকবি।

এমন মানুষ কবি না হলে কি দরকার
কবিতার পাতা এসে কবিত্ব ভাবনা?
পশুমন যাই লিখি অর্থবহ দূর্জন সেরা
জ্ঞান থাকিতে অন্ধত্বে কবি নয় তারা।

একটি কবিতা যেমন ভাল লেখনিতে
তেমনি কবি আমরা চমৎকার আচরণ;
কবিতার মতই রস-কষে ভরা প্রেমিক
জোয়ার যেন দেখে প্রজন্মরা রয় সঙ্গে।
×××××××××××××××××××××××××××××××××
বাণী: একজন বড় কবি হওয়ার পূর্বে একজন মানুষকে প্রকৃত মানুষ হতে হবে। আর নয়তো কবিতা লেখা হবে বটে, টাকা পঁয়সা থাকলে কবিতার অনুষ্ঠান পর্বে ভাল চেয়ারে বসা ও ক্রেস্ট প্রাপ্য হতে পারবে। সাময়িক সম্মানিত হওয়া যাবে। তাই বলে এক সময় প্রকৃত কবি হতে পারাটা কঠিন হয়ে পড়বে।