যে শিশুটি ছোট্ট বেলাতেই দেখা
একটু ভিন্ন জ্ঞানে চল সেই ঊষা।
ধীরে ধীরে সভ‍্যতা জাগাতে রয়
মনটি স্থিরতার এক অপূর্ব নয়ন।


সেই শিশুটি পরিবেশ পারিবারিক
আপন জন প্রতিবেশী সকল থেকে!
নিজকে জানা প্রচেষ্টায় বিজ্ঞ শিশু
চেতনাবোধ জাগ্রত মানুষ কোথা?


ঐ'রূপ অনন্য শোভায় বেড়ে ওঠে
সুন্দর স্বভাব ব্যতিক্রম অন্য শিশু!
দশটি আলাদা রকম হতে আলাদা
দেখা শোনা অনেক কথা গল্প-স্বপ্ল।


বয়স কিশোর-কৌশর-পড়া-লেখা
চাল-চলন সভ্যতা ছড়াতে রয় মন;
তাই তো এক সময় জাগে ঐ শিশুর
বেড়ে ওঠা স্বপ্ন-স্বাধ সুন্দর ঠিকানা।


শিক্ষা-দীক্ষা-চরিত্র-নৈতিকতা-স্বভাব
অর্থ-অর্থকষ্ট-বিলাস-বিলাসী-সবই!
জ্ঞান দ্বারা বুঝ চলমান মানবতা ব্রতঃ
সর্বোত্রই বিজরিত সূধাতেই আলোক।


এক সময়ে বড় হয়ে মানুষের মতন
হয়ে মানুষ মনুষ্যত্ববোধ বিকশিতেই'
নিজে হয় মানুষ! করতে প্রচেষ্টা অন্য
পরিবার-পরিজন-প্রতিবেশি-সমাজ!


যখনই করতে নিজকে প্রকৃত মানুষ
বিধাতা দেন; করেন সহযোগিতা ঐ'
মানে হল মানুষ যতটা নিজ কল্যাণে
বিধাতা দিবেন অভয় উৎসাহে ভরে।


অন্যথায় বিধাতার দয়া নয়তো নয়
এ'ভব তটে। যা দেখি চলছি অসভ্য
মননের বালুচূড়া খেলায় মাতোয়ারা
সেই তারা কি পায় বিধাতারই দয়া?
××××××××××××××××××××
বাণী: বিধাতা তখনই মানুষকে সহযোগিতা করে থাকেন। যখন মানুষ নিজ হতে মঙ্গল কামনা করেন। আর সেই সকল মানুষদেরকে পবিত্রতা অবলম্বনে স্বার্থক করে গড়ে তোলেন। ঐ'সকল মানুষেরাই প্রকৃত আল্লাহর দয়াতেই জীবন-যাপন অতিবাহিত করে থাকেন। সেই সকল মানব শিশুর বেড়ে ওঠা ও কর্ম সম্পূর্ণ আলাদা এবং একটু ভিন্নধর্মীও বটে। অনেকেই তা ধরতে পারেন না। এমনকি নিজ পরিবারের লোকেরাও নয়।