তুমি আমার এলাকার ছেলে
বয়স কম নয়!
তোমার অপরাধ আমার দেখা
বিগত ছয়'টি বছর।


অপকর্ম শেষ কোথায় অজানা
তুমি নিজকে জানো!
খুবই বড়; শয়তান দলবল চল
এ'কর্ম তোমার ধরণ।


অশিক্ষিত ডিপ্লোমা শিক্ষা নেই
সেই প্রার্থীকে চাকুরী!
সুপারিশ তোমার সহ:প্রকৌশলী
অথচ প্রকৌশলী শিক্ষাশূন‍্য।


তোমার ঐ'রকম অসাধু-কর্ম-কান্ড
বেসামাল অতিষ্ট আমি!
সব মানায়ে নিয়ে শ্রম দপ্তর মামলা
তাও মিটায়ে দিয়েছি।


নিজ দায়িত্ব নিয়ে শত ব‍্যস্ততা মন
তারপরও বুঝতে দেইনি।
তোমার অপকর্ম কোম্পানি ধ্বংসের
তুমি শ্রমিক মাঝে বলেছো..


জেইএএল এ যাওনা আমার জন‍্যেই
সমস্ত অপরাধ জগৎ দল।
চলছো অপকর্ম করেই এক সাথে সব
তোমাকে ক্ষমা করেছি..


কারণ তোমার বাড়ি ছিল আমার এলাকা
আমার আপন জন বন্ধু!
সেই কথাটি মাথায় রেখে তাই প্রতিদান
দিলে অবশেষে উপকার!


তুমি বড়ই সর্বনাশি হারামজাদা ক্ষমা নয়
এহকাল পরকাল সর্বকাল।
পাপে পাপে জগৎখানা করেছো পূর্ণ তুমি
কোথাও কি আছে পূর্ণকর্ম?


ঠকবাজ ধান্দাবাজ ধান্দারী করেই চলা
সেই দলবল নেশা গ্রহস্তরা।
তারাই করে সমালোচনা কে ভাল-মন্দ
ওরে শোন'রে বিচার পাবিই..


কর্মফল হিসাব কখনো ফাঁকী হয় না'রে
আজ অথবা কাল দিতে হবে..
আমি পাপ করিনি কখনো অতীত বর্তমান
সেই মানুষেই বিনা কারণ কষ্ট!


তোর জীবনটাকে করেছিস সারাটি জীবন
স্ত্রী-সংসারসহ সবই বিনষ্ট।
তোর আবার ধর্ম-কর্ম জগৎ সংসার এ'ধরা
বিচার রাখলাম বিধাতায়।
**************************
বাণী: খুব সাবধান খারাপ মানুষেরা কখনোই ভালো হয় না। দেখতে পাবেন অনাকাংশে অপরাধীদের ভালো মানসিকতার পরিচয় দেখা গেলেও বিশ্বাস করাটা ঠিক নয়! বিশ্বাস করলেই বড় ধরণের অপব‍্যাখ‍্যাসহ  চরম বিপদে ফেলতে পারে। তাই ঐ'সকল বদমাহিশদের হতে রক্ষায় সাবধানতা অবলম্বন করাই শ্রেয়।


চলমান...