প্রতিটি বছর ঘুরে আসে পবিত্র মাহে রমজান
একটি মাসের তিনটি খন্ডে ইবাদত বর্ণিত।
প্রথম দশদিন রহমত
দ্বিতীয় দশদিন মাগফিরাত
তৃতীয় দশদিন নাজাত!


শেষ হয়েছে রহমত ও মাগফিরাতের দশদিন
শেষান্তে নাজাতের দশদিনের আর মাত্র বাকী;
একটি দিন অপেক্ষিত।
এ'বৎসর রোজা পূর্ণতা পেলো ত্রিশটি রোজা
নাজাতের একটি দিন সারাবিশ্ব রোজাদাররা
পেলেন এক অনন‍্য ধর্মীয় শিষ্ঠাচার বর্ধন মূল‍্য।


সত‍্যই অতুলনীয় অসাধারণ পবিত্র রমজানুল
মুবারক মাস শেষে আসছে ঈদ-উল-ফিতর!
সুন্দর মনের মাধূর্যতা পরিপূর্ণ‍্যে সকল মুসলিম
পালন এক শুভ-সূচনা চমৎকার সপরিবারেই।
ঈদ মানে! ঈদ মানে খুঁশি! ঈদ মানে মদিনার
ঘরে ঘরে আনন্দের জোয়ার সর্বস্তর মানবতা।
***************************
বাণী: ঈদ আনন্দ একটি ধর্মীয় বিশেষ অনুভূতি মূলক শ্বাশত শাসন ব‍্যবস্থা। এই রকম শাসন ব‍্যবস্থা আল্লাহ্এ রেখেছেন বলেই আমরা মানুষরা সভ‍্যতার চাদরে সুন্দর চলছি। যা মানুষ মন শ্বাশত অনুশাসন একমাত্র আল্লাহর প্রতিই আনুগত‍্যতা স্বীকারই মানষের মূল আরাধনা।