পবিত্র মাহে রমজান শেষান্তে
আসছে পবিত্র ঈদের দিন।
প্রতিটি মুসলিমের ঘরে আনন্দ
ঈদ মানে আনন্দ উৎসব!


সকলে পরিবার পরিজন নিয়ে
করবো ঈদ আনন্দ খুঁশি!
একে অপর কথা হবে হাসিতে
কোন সংকোচ নয় মনটি।


মহা খুঁশির এই ঈদ আনন্দমেলা
সারা জাহান ইসলাম ধর্ম।
জাগ্রত জাতির অনন‍্য ধর্ম গুণি
সভ‍্যতা বিকাশ প্রকাশ ধরা!


ঈদ আনন্দে পরিবার পরিজনে
প্রতিবেশী সমেত মর্মস্পর্শী।
নিবেদিত দুঃখ-কষ্ট ভাগ সমতা
হই যেন একে অপর জ'নায়।


আল্লাহর প্রতি একান্ত ভরসায়
মানব জীবন উত্তম চরিত্র'
সেরা চাওয়া-পাওয়া অপরূপ
ঈদ খুঁশি আনন্দ জোঁয়ার।
*******************
বাণী: ঈদ মানে আনন্দ ও খুঁশির জোঁয়ার। প্রতিটি মুসলিমের ঘরে ঘরে বয়ে বেড়াচ্ছে এই খুঁশি ঈদ আনন্দ। যার নিকট অর্থষকম আছে সে সেই অর্থ দ্বারাই সুন্দর ভাবে গুছিয়ে কেনা কাটা ও সংসার খরচ পবিত্র ভাবে ব‍্যয় করার অপর নামই হল ঈদ খুঁশি আনন্দ। ঈদ মানে এই নয় ভিক্ষুক বিলাসিতা। নামাজ রোজা পালনের বালাই নেই! অথচ দামী পোশাক পাঞ্জাবী-পায়জামার বাহারী গাড়ি বাড়ি ঝলকানী। যা অপর কষ্টার্জিতদের দৃষ্টিকটু। যার ব‍্যবহারে সত‍্যইসধর্মতো পালন হয়ই না। বরং মানুষের মনের মধ‍্যে হিতকর সৃষ্টি হয়। যারন‍্যায়, ঈদ খুঁশির আনন্দ অনেক পরিবারে বিঘ্নতা সৃষ্টি করে। এমন সমস্ত মানুষদের সংযত ভাবে চলার অপর নাম হল সকলে মিলে ঈদ খুঁশি আনন্দ।