আজ ঈদুল ফিতরের দিন
বাংলার ঘরে ঘরে আনন্দ।
কত রকম রসনা বিলাসে
সরাগম রমণীরা ধুমধামে


করছে রান্না-বান্না হরেক
রকম সুগন্ধি সেরা খাদ‍্য!
ভূনা খিঁচুরী সেমাই জদ্র্দা
পোলাও মাংস অতুলনীয়।


ঈদের নামাজ শেষে ঘরে
ফিরে দু'চোখে দেখা লোভ
সামলানো দায় মা জননী
করেছেন নিজ হাতে রান্না।


সাথে বড়রা বোন কিংবা
ভাই চাচী মাসি ফুফুসহ
ভুলেই গেছেন তারা ঈদ
রান্না আনন্দ গোসল কথা।


যৌথ পরিবার বলে কথা
ভাবনা সেরা জগৎ সংসার
কত খুঁশি জোঁয়ার বহমান
একক পরিবার স্ত্রী ব‍্যস্ততা!


এ'আনন্দ খুঁশির আনন্দ মন
মনের মাঝে জাগ্রত সুখের
পরশ নয়ন মনি দু'টিছলছল
পোশাকের বাহারী রঙ বেশ!


এইতো পবিত্র রমজান মাস
মানে সিয়াম সাধন শেষান্তে
ঈদ উপভোগ‍্য মহা উৎসব
পাবর্ণ পর্বের মেতে উঠেছি।


একে অপর সদালাপনী মন
প্রাণের টানে ছুটে চলাপথ।
সাক্ষাৎ সজন সমেত সমতা
ঈদ আনন্দ উৎসব মূহুর্ততা।
*****************
বাণী: চলমান