অজানাতেই ভালোবাসা বাসা বাঁধে
এমন সকল ভাবনা!
মন মাঝে জমাট হতে থাকা রূপটির
অপ্রকাশ ভঙ্গিমা মন।


এক সময় প্রকাশ করার অভিপ্রায়
ভালোবাসার কথা বলা!
এমন জনা'কেই চায় মন সেই প্রাণ
অনন‍্য রূচিবোধ প্রেয়সী।


প্রেরণা মনের অনুরাগ শোভা ছড়ায়
ঐ'রকম ভাবনাতেই চাই।
চাওয়া আর পাওয়া এক মন হওয়া
প্রেমিক প্রেমিকা যুগলেরা!


রূপ কর্মফল যোগ‍্য অনুরাগ-অনুরাগী
যৌবনের অসাধারণ সাধ!
তৃপ্তি-অতৃপ্তি বুকেরই মধ‍্যে বাসা বাঁধা
পেলেই বুঝি শান্তি-সুখ-সুখী!


ভালোবাসার রূপ ঝলমল ঊষা ছড়ায়
যুবক-যুবতীরা একটি মন।
দু'টি প্রাণ একটি আত্মার মিশ্রণ সংসার
জীবন যুগল মিলন মহত্ত্বতা।
************************
বাণী: ভালোবাসার রূপ অনন‍্য! যা উত্তমও হতে পারে; আবার বেগতিক অপব‍্যাখ‍্যা হতে পারে। যা মানব প্রেম নামক উত্তমতার জায়গায় অউত্তম পরিবেশ জীবন মান দেখা দেয়। তাই ভালোবাসার রূপ ধ্বংস লীলায় পতিত হয়। তাই ভালোবাসায় যুবক-যুবতীরা ধৈর্য‍্য ধারণ করাটাই সর্বোত্তম।