প্রতিটি বৎসর ঘুরে ঘুরে ঘূর্ণায়মান
চক্রাকার আসে এই বাংলাতে।
শত শত হাজার হাজার কোটি এ'দেশ
জনতার মায়ের ভাষার মাস!


সেই যেন মনকাঁড়া অনন‍্য সূধা স্মৃতি
ফেব্রুয়ারী একুশ অহংকার।
হচ্ছে বইমেলা মুখোরিত কাব‍্য প্রেমে
সকল লেখক-লেখিকারাই।


পাঠক-পাঠিকা আসবে কাব‍্য বিনোদন
জীবনমূখী-মানবতাবাদী-প্রেমের।
বিরহ-ধর্মীয়-ছড়ার-গীতিকাব‍্য-বিদ্রোহী
-রম‍্য-দেশাত্মবোধক-প্রকৃতির।


সে যেন এক অপরূপ কাব‍্য পাগলেরা
কত রঙ-বে-রঙ্গের দৃষ্টি নন্দন!
বই স্টল সেলফ তাকে নন্দিত বাহারী
সাঁজানো এতো সুন্দর সৌন্দার্য।


তুলনা হয় না অন‍্য কোনই ধন-রত্নের
অসাধারণ দৃষ্টিতে চোখ জুরায়।
অবুঝ মনটি ঘরে ফিরতে চাওয়া দায়
একুশ যেন চেতনা উপহার বাংলা!


বাংলা ভাষাকে উদজীবিতে আত্মত‍্যাগী
সকল বীরত্বে গাঁথা শহীদ স্মরণ।
রইলাম একে অপর ভূলবো না কখনও
এ'দেশ জনতা জন্মসহত জন্মান্তর।


বাংলার জাগরণ রপ্ত এই ভাষার মাস
জাগতিক জাগরণ বিরহ ভরা।
আত্মতৃপ্তির একটি মাত্র স্থান স্মৃতির
একুশ আদর্শ স্তম্ভ প্রজন্মান্তর।


ফেব্রুয়ারী মাস অর্থবহ এক সুদীর্ঘর্থ
চেতনাতিত শুভকামনা মর্মার্থ!
চিরস্মরণীয় অর্জন প্রাপ্তিতে প্রাণত‍্যাগ
বাংলা মায়ের ভাষা মাতৃভাষা।
************************
বাণী: অমর একুশে ফেব্রুয়ারী ভাষা শহীদ স্মরণে এক অনন‍্য অমর গাঁথা স্মৃতিচারণ। একটি দেশ ও দেশের মানুষের প্রকৃত সংখ‍্যাগরিষ্ঠ‍্যতার প্রাধান‍্যের অস্তিত্বকে টিকিয়ে রাখতে প্রাণপণ বিনিময় অর্জন। সেই অর্জনই আজিকের বাংলা ভাষার মর্যাদা ও মায়ের আঁচল মমতা মর্ম মাতৃস্বেহ তূল‍্য অমৃয় সূধা! বাংলা যেন আজিকে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত বাংলা ভাষা চিরচেনা।।