‍"গানের কবিতা"
(দেশাত্নবোধক)
এই কবিতাটি উৎসর্গিত করা হল : বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সন্মাণিত গুণিজন যাঁহাদের আত্নত্যাগে আজ লাভ করতে পেরেছি লাল-সবুজের পতাকা!!! এই স্বাধীনতা অর্জনের কান্ডারী ও নেতৃত্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালীদের নেতা এবং মাইল ফলক- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা,  শহিদ বুদ্ধিজীবি, রাজনৈতিক ও কুটনৈতিক (দেশীয়-বিদেশী) তৎপরতা, সহযোগীদেশ, মিডিয়া (সংবাদ মাধ্যম), শিক্ষক, ছাত্র-জনতা এবং সাধারণ জনতা'র বিদেহী আত্নার রুহের মাগফেরাত কামনায়।।


এই দেশে-তে-জন্ম-আমায়
আমরা-তো-বাংলা-ভাষা-ভাষী'র
বাঙ্গালী!!!!!!
এ-দেশে-রই-সন্তান
বাংলা-আমাদের-ভাল-বাসা
রয়-যে-এই-বাংলায়
মন-ও-প্রাণে-তে গাঁথা!!
বাংলা-তেই-হয়-যে
পূরণ-কত-শত-আশা;;
এই-বাংলা'র-সবুজের
বহমান- নীলা-ভূমি'র
শ্যামলে-তে-ঘেরা-আরো
আছে-নদী-নালা-খাল-বিল
হাওর-বাওর-আরও-যে-কত-শত
প্রকৃতির-প্রেমের-নীলা।।
আমরা-বাঙ্গালী-বাংলা-আমাদের-মা
এই বাংলার-অর্জিত নেতৃত্বের
সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তাঁরই নেতৃত্বে বহমান
আপামোর জনতার আরো
কত-শত-মায়ের-সন্তানের
(মুক্তি যোদ্ধাদের বীরত্বের)
রক্তে-ঝরা-প্রাণের-বিনিময়ে
কত-যে-অগ্নিঝরা-জলরাশি;র
কান্না-কষ্টের-আহাজারী'র-প্রাণে-তে-ভরা
বাংলার-আকাশ-বাতাস-বৃক্ষ-তরু-লতা
পশু-পাখি-কীট-পতঙ্গ
প্রাকৃতিক-জ্ঞানালো-প্রকৃতিও
জানে-সকল-কিছুই-সাক্ষী-হয়ে
রয়ে-যাবে-রয়েছি-তো-এই
স্বাধীন-দেশের-শোভায়;
বিমোহিত-ভরা-মুখ-খানী-তে
তারই-প্রাণ-ও-অন্তর-মাঝে
এই-স্বাধীন-বাংলায়
এই-বাংলার-মর্যাদা-ও
স্বাধীনতায় এক-চিলতি
আচর-ও-কাঁটতে
দেবো-না-আমরা-যে-কোন
মূল্যে-এই-দেশেরই
দামাল-ও-আপামোর-জনতা।।
আমরা-বাঙ্গালী-এই-দেশ-আমাদের।।
===×××===
===×××===


বাণী : স্বাধীনতা অর্জন যেমন কঠিন তেমনেই রক্ষায় থাকতে হবে দেশ-প্রেম!! দেশ জনতায়।।।।