"গাড়ি চালাও সাবধানে"
ওভাই ড্রাইভার নাম কি তোমায়
যাবে কোথায় সেবা দিয়ে মন
কোন দুর অজানায়
তুমি তো ভাই মহা সেবক
সারা দিনে কর কতশত কর্মব্যস্ত
মানুষের সঠিক সময়ে পৌচ্ছে দাও
সাবধানে চালায়ে গাড়ি অফিস আদালতে
আরে ভাই তুমি বেশ ভাল চালক
চমৎকার চালাও তোমায় গাড়িখানি
জুরি নাই তোমার অন্যের সাথে
তুমিই তো মহা-সেবক হও যে
তুমি সৃষ্টিকর্তার প্রিয় মানুষ
হাজারে ও লাখে একজন!!!

আমি যাবো ঐ কামারখালী'র
গঁড়াই নদীর ধারের বাজার স্ট্রেশনে
নামায় দিবে ঐখানে তে আমায়
গাড়ীটি কি তুমি চালাতে বেজায় জান
না দু'চার দিন অন্য ওস্তাদের সাথে
করে নাড়াচাড়ায় হয়েছো ড্রাইভার???
নাকি সঠিক ভাবে প্রশিক্ষণ নিয়ে
ভাল করে মেকানিকেল কাজ কর্ম
শিখে হয়েছো ভাল চালক!!
দেখাও তোমার লাইসেন্স খানা
চালক তুমি বেজায় যে ভারী।।

ভাল করে কাজ শিখে চালাও যদি গাড়ি
কর্ম জীবন হবে স্বার্থক ও নিরাপদ!!
সাবধানতায় চালালে গাড়িখানী
রক্ষা পাবে সড়ক দূর্ঘটনা
নিজে ও তোমায় চালিত যান-বাহন,
যাত্রী ও পথচারী;
তারাহুরা না করি,
ছাঁদে লোক ও মালামাল না তুলি
অতিরিক্ত স্প্রীটে গাড়ী না চালাই
নিয়ম-কানুন- মেনে
চালালে-গাড়ি-সড়ক-মহা-সড়কে
নির্ধারিত-বাস-স্ট্যান্ডে-তে-যান-থামায়ে
যাত্রী-উঠা-নামা-করাতে-হবে
এই দীক্ষা নিয়েই চালাবে গাড়ী সাবধানে-তে।।

হে চালকগণ এসো ভাই
আমরা এই শিক্ষায় দীক্ষা নিয়ে
চালাতে পারলে গাড়ি হবে না
কোনই অনিয়ম ঘটবে না দূর্ঘটনা
সড়ক-মহা-সড়কেতে ভুগাবেনা
তোমায় দেওয়া মহান সেবা!
অপর দিকে যান-বাহন, মালামাল,
জন-যাত্রী ও অন্যান্যের ক্ষতির।।
তাই তো বলি যদি হও
চালক ভাল তুমি তবেই তো
হয়ে রবে সকল মানুষের মাঝে
মহা সেবক এক অনন্য মনের
সৃষ্টিকর্তার আর্শিবাদে যাত্রী
পারাপারের একনিষ্ঠ বান্দায়।।
===×××===
===×××===
বাণী : তারাহুরা করে কোন কাজ করাই ভাল হয় না; সমস্ত কাজই সুস্থ্য মস্তিষ্কে দেখে শুনে সময় নিয়ে যথার্থতায় করাই বুদ্ধিমানের কাজ।।