জীবন মানে খেলনা ও ফেলনা নয়
জীবন মানে অনেক গভীর ভাবনা!
জীবন অর্থ যাদেরই রয় অজানা ঐ'
সেই মানুষেরা অজ্ঞান মান বোকা।


বিধাতার দরবার এমনই পবিত্রতা
সেথা শুধু থাকে সুন্দর জীবন যেন!
এক আনন‍্য অসাধারণ মুগ্ধতা সভ‍্য
অপূর্ব ঊষার আলোক ঐ'শৈর্ষ‍্যভরা।


সুখ সুখি চমৎকার ভাবনা সেরাজন
জীবনকে হালকা ভাবে নেয় যারা!
ভেবে হয় এক সময় দিশেহারা সে'
টিকটক হায়হুতাশ চলবে জীবনভর।


হাসি আর তামাশায় জীবন চললে
হবে কি করে মানুষ মানব জীবন?
সেই জীবন কখনো হয় না সফল
যদি না থাকে গভীরতা মন মূল‍্যে।


ঐ'রকম জীবন মানুষ মূল‍্যহীন মন
সমাজ চলমান হয় অসভ‍্যতা ভরা।
হয়ে ওঠে বিতৃঞ্চা খেলা ঘর জীবন
সেই তারাই সফল জীবন গভীরতা।


হালকা অলস জীবন চলন ভাবনা
অল্পে তুষ্ট তুষ্টি মুখে বলে অথচ!
একটু চোখ মেলে দেখলেই দেখা
অভাব চোখ-মুখ চাহনী সর্বোঙ্গেই।


পরনে পোশাক তেনাপেচা রঙের
পেটে ভাত অভাব স্বাস্থ ক্ষীণভাব!
শরীরের রঙ হৈমন্ত  চেতনা শোক
জীবন মান গভীরতা বিজ্ঞতা সুখ।
*******************
বাণী: পরের উপর ভর করে যারাই মানুষ নিজকে মনে করে। আর তারাই অসভ‍্যতার চাদর ব‍্যবহার করে। সেই না অপদার্থ শীত যাপন মানুষ পরগাছা। মানুষ নাম চলছে গভীরতা শূন‍্য।