আজব এই জগতের মানুষ আমরা!
আজব সব ঘটনায় জর জড়িতের তরে
চলে আসছি নানান রকমের ভেজালেতে;
কেহ করি বেচা-কেনা; কেহ করি কেরানিগিরি।


কেহ করি কর্মশালার শিল্প উৎপাদনের কর্মী মনে'
কেহ চলি সত‍্যের পথের পথিক হয়েই
কেহ চলে আসছি কথায় ভেজাল রেখে!
কি যে আমরা মানুষের চাল চলনের মন?


এই জগৎ মিছা-মিছির বেড়া জ্বালের
চলে আসছি মিছা-হাছা-হাছিতেরই অপ্রাপ্তিতে!
কেমন যেন আমরা মানুষের রুপের ঐ'মন
তবুও রই যেন একে অপরের এ'ভব তরে।।


তবে কেন হয়ে আসছি মিছা-মিছির অনলের!!
কোন নেশাতেই অমন করে হতে চাই হাছা-মিছার?
শুধুই যে এক জীবনের মানুষ আমরা এটাই সত‍্য যে!
সময়ের প্রয়োজনে বিধাতা দয়া করে এনেছেন এভবে।


আরেক সময়ে চলে যেতে হবে এ'ভব ছেড়ে ঐ'পাড়েতে!
এই কথাটিই সত‍্য বটে জেনেছি কি কখনও আমরা?
প্রকৃত পক্ষেই নিজ জ্ঞান অর্জিত আলোকিত মনটিতে?
ওহে মানুষ আমরা নয়তো আর ফেলনা!


হাছা-মিছা! মিছা-মিছি! এজগতের মিছা মায়া ছেড়ে!
এসো না সত‍্যের পথে দেখবে কতটাই প্রফুল্লের তরে
তোমাতে-আমাতে লাগছে ভালো জানা যাবে ঐ'উদ্ভাসিতে'
একান্তই আপন জানাতেই ঐ'পবিত্র নির্ভে'জাল মানব নামক
মন-প্রাণ হতেই এক স্বচ্ছ ফুটন্ত ফুলের সৌরভের ন‍্যায়ে।।
===×××===
===×××===
বাণী: কেন মানুষ হয়ে আমরা হাছা-মিছা করে জীবন-যাপন করে থাকি। প্রকৃত পক্ষে হাছা-মিছা জীবনের কোন লোক জনই সুখী হতে পারে না।।