হে আল্লাহ্ রহম কর তোমারই ভান্ডার হতে
কর রহম সকল মানব প্রাণী কূল জাতিতে।
একমাত্র তুমিই আশা-ভরসা সুন্দর জীবন
অপূর্ব ভাবনা এই দু'নিয়ার তটে বসবাসে।

তোমার রহমত ছাড়া প্রাণিকূল চলা দায়
ভাল ও সুস্থ্ রেখো সকল প্রাণি আবাসন।
খাদ্য ও সুন্দর জ্ঞানবান মনন সুউচ্চমান
সমেত চলন-বলন অসাধারণ অনুপ্রেরণা।

দিওনা বিপদ-আপদ! তোমারই সৃষ্টি না
হয় যেন অনিষ্ঠের এক অবিস্মরণীয় ধৃত'
এমন করেই রক্ষা করিও; দিও শিক্ষাগুণ
জ্ঞান-বিজ্ঞান, আদর্শতা, শুভকামনা সেরা।

প্রাণিকূলের মধ্যে মানব জাতিকে পার্থক্য
করেছো সুউচ্চমান কর্ম-জ্ঞানে মর্যাদাবান।
তাই যেন পাই মানব আমরা তোমার হতে
করিও রক্ষা স্বজ্ঞান পরিচয় মানুষ বিজ্ঞজন।
×××××××××××××××××××××××××
বাণী: মানুষ প্রকৃত মানুষ হতে চাইলে, অবশ্যই সে প্রকৃত জ্ঞান উপল্বদিতে আল্লাহর হুকুম মেনে চলবে ও সেই মত যথা হুকুম আহকাম মান্যে সুখ জীবন কামনা অবশ্যই অবধারিত।