হে আল্লাহ দেখো দেখো তোমার বান্দা
কেমন করে মিথ‍্যা বলছে নিরীহকে।
যে লোক কখনই বলতে পারে না অন‍্য
রকম অসভ‍্যতা মুখটি হতে বেফাঁস কথা!


সেই লোকটিরই নামে অপবাদ যঘন্নতম
অপবাদ বলেছে কি মনিব তরে অপকথা?
হায়রে শয়তান দল তোরা মানুষ কলংঙ্ক
কোথায় তোদের জন্ম ঠিকানা যে বেজন্মা।


কেমন করে বলিস মিথ‍্যা ভাল লোককে?
তোরা এমন কেন; সমাজ বুকটিতে সংঘ!
তোদের কি ছেলে পুলে নাই; কেন করিস
অপকর্ম মিথ‍্যাচার মানুষ মানুষেই ক্ষতির?


আজ যাকেই করলি মিথ‍্যাচারে অপমান
ভেবেছিস কি কখনও আগামী দিন কি হবে?
আজ অথবা কাল সেই পাপে তুই পড়বি
শুনে রাখ; আর করিস না অন‍্যায় মিথ‍্যাচার।


পাগল বনে গেলি দেহে প্রাণ থাকেই ভাল
হবি কখন? সেই কথাটি অজানাতেই ধ্বংস।
সকল জনাতেই ওরে অমানুষ অসভ‍্যহারা


দিনের আলোতেই অন্ধকার দেখতে পাবি
অচিরেই' শুধু ক'টি দিন অপেক্ষা মাত্র রই।
মৃত‍্যু আজাব বড় কঠিন ভেবেছিস কখনও?
বিধাতা এমন মৃত‍্যু আজাব দিবে বুঝবি যে।


সীমার কখনও হয় না নরম শেষ মেষ হয়
যাওয়ার জায়গা থাকবে না সেই যে যখন।
মীর জাফরের দলের নাম শুনেছি বেশ তো
দেখি নাই দেখলাম এ'তোদের লেখা হৃদে!
**************************
বাণী: বর্তমান বেশ কিছু পশু মানুষরূপ এমন হারামী হয়ে গেছে। যারা নিজের মাংস নিজেই খেতে পর্যন্ত দ্বিধাবোধ করেন না। ভাল মন্দ সব বিবেচনাবোধের বিবেক শেষ করে ফেলেছেন। যারন‍্যায় শুকরের মাংসকে হালাল মনে করে খাচ্ছে আর জায়েজকে না জায়েজ বলে অপব‍্যাখ‍্যা দিয়ে অপমান করছে। ঐ' সমস্ত লোকদের অপধারিত জাহান্নাম ছাড়া আর কিছুই অপেক্ষা নয়।