হে আল্লাহ্ রহম করো
দাও সুশিক্ষা।
এক মাত্র তুমিই ভরসা
চাই রহমত!


তুমি ছাড়া কেই নেই
এই জগতে।
তুমি সব কিছুর মালিক
এই দুনিয়ার।


স্বর্গ-নরক তোমার কাছে
ওজন নিক্তিটি!
কোথাও নেই ফাঁকি বাঁজি
তারপরও খেলি!


তোমার পবিত্র কৃরআন হতে
অর্জিত জ্ঞান!
পাই শিক্ষা সবই তোমার
দুনিয়া সমস্তই।


তবে কেন মানুষেরা অমানুষ
অপকর্ম সেরা?
এমন মানুষটি চাই'না হতে
সুশিক্ষা দাও!


প্রকৃত জ্ঞানের আলো ছাড়ায়
মানুষ আশরাফুল!
এমন দীক্ষায় গড়ে তুলবে
ধন্যতা মানুষেরাই।
×××××××××××××××
বাণী: আমি স্বর্গ খুঁজি না। স্বর্গের জন্যে উত্তম কাজ খুঁজি। সেই কাজ হে আল্লাহ্ আমাতকে দাও। ঐ'রুপ কাজ করতে ধীর মনোবল নিয়ে কাজ চালালেই মানুষ সুশিক্ষা অজৃনে ধন্য হয়ে সুখী জীবন স্বর্গ পেতে সক্ষম। অন্যথায় নয়।