আমার জানা নাই; তোমার সৃষ্টি মানুষেরা
করছে কেমনে এক মানুষ অপর মনুষ‍্যত্বে?
বিকায়ে-ঝগড়া-ঝাটি-মারা-মারী-ফেসাদ
-জোন-যাল-গুলা-গুলি-জল-কামান-ঢাল-

তরবারী-ক্ষেপণাস্ত্র-হ‍্যান্ড-গ্রেওনেট-বন্দুক-
পিচতল-মটার-যুদ্ধ-জাহাজ-যুদ্ধ-প্লেন-
রকেট-গোলন্দাজ-কামান-লাঞ্চার-সর্কী'
মিজাইল-মিসাইল-নৌ-যুদ্ধ-জাহাজ-যুদ্ধ

বিমান-সাজোয়া-সেনা-নৌ-বিমান-বাহিনী
বুদ্ধিজীবি-সংবাদিক-কলামিষ্ট-রেডিও-
টেলিভিশন-আধুনিক-তথ‍্য-প্রযুক্তি-ফেস
-বুক-মেসেঞ্জার-হোয়াটএ‍্য‍াপস-বিবিসি।

ইন্টারনেট-সেবা-জন-মানুষ-মানবতায়
সম্পদ দিয়েছো বেশ খাবে অর্জনে রক্ষা।
মানুষ সৃষ্টি করেছো; বুদ্ধি দিয়েছো; ঘর
বানাতে-রাস্তা-বানাতে-শিক্ষা-দীক্ষা-মন।

এমন করে বুঝ দিয়েছো; নারী-পুরুষে
দিয়েছো বন্ধন; আমোদ-ফুঁর্তি দিয়েছো;
বিনোদন ভরপুর; হাসি-কান্না দিয়েছো
সকল মানুষ মাঝে দিয়েছো যে সীমার।

হায়'রে আল্লাহ্ ভাবতে আমার অবাক!
তোমারই সৃষ্টি মানুষ রূপ করছে খেলা'
তোমার সামনে তোমারই সৃষ্টি মানুষে
ভাল-বুদ্ধি; মন্দ-বুদ্ধি; উত্তম-অধম মন।

সকল প্রাণিকূল তোমারই সৃষ্টি এ'জগৎ
তুমি জান ভাল কেমনে করবে বসবাস?
যত দেখছি ততোই মানুষ সর্বন‍্যাশ সেরা
এই কি তোমার সৃষ্ঠির রহস‍‍্য নেই জানা?

কেমন বিচার অপরাধ জগত করছে ভারী
তোমার সৃষ্টির মানুষেরা, এ'ভব তট মনে।
তুমিই পার রক্ষা করতে একমাত্র ভরসায়
হে আল্লাহ্! রক্ষা কর; সকল জাতি সত্ত্বায়।
*************************
বাণী: ধর্মজ্ঞান ব‍্যতিত মানুষ কখনও প্রকৃত মানুষ গড়ে উঠতে পারে না। একজন প্রকৃত মানুষ হতে হলে অবশ‍্যই আল্লাহ্ ও আল্লাহ্র নবী-রাসূলকে জানতে হবে। তবেই পরিপূর্ণ মমিন মুসলিম জাতির একজন সামান‍্য মানুষ হতে পারবে। অন‍্যথায় যতই জ্ঞানী হই না কেন! সবই ভাবনা এক সময়ে অমূলক। যা সময়ের অপেক্ষা মাত্র।