ছোট বেলাতে দেখেছি
পরিবারে কত করেছে
আনন্দ উল্লাসে মাতিয়ে
রেখেছে একে অপরেতে।


একজনের দুঃখে একে
আরেক জনে নিয়েছে
ভাগ করে সকলেই
ছিল কম-বেশী একসাথে।


বর্তমানে দেখতে পাওয়া
যাচ্ছে ইট-পাথরের দালান
কুঁঠাতে হচ্ছে নকশালের
মনগড়াতে জীবনের কি'


মনে করে থাকে নিজকে
অনেক দামী আসলে কি
ঐ মানুষ গুলি প্রকৃত পক্ষে
রয় কি দামী মনের একজন?


পরিবার-পরিজন নিয়ে একক
জীবনে হয়ে করতে বসবাসে
একান্নবর্তি পরিবারে কি যে
মনের খেঁয়ালে আপন জনকে


ছেড়ে করে আসছে বসবাস'
এই নস‍্যাৎ পৃথিবী এখন
এমন জায়গাতে মানবিকতা
হীন জীবনের তরে পৌঁছায়ে


যেতে বসেছে যা আর ভাবতে
ঘৃণা হয়, যা যায় না বলা মুখেতে।
সত‍্যই একেক করে হারাতে ঐ
খুঁশির দিনগুলি বসেছে ঐ মনে।


এই দেখেন না আজ ঈদের দ্বিতীয়
দিন। করোনা কাল; কই তেমন নেই
লোক সমাগম; যাও বা রয়েছে তাও;
ঐ মানব মনের ভয়-ভৃতির কষ্ট বেদনা।


মানব-মানবী অবক্ষয়ের অধঃপতনের
চরম অবনতির কারণে ফলস্বরুপ চলে
আসছে বেশী চাহিদা যোগ‍্যতার বাহিরে
আক্ষেপের অবক্ষয়ের যোগফলের অবস্বাধ।


যা অযৌতিক ও নৈতিক অজ্ঞতার অন্ধত্ব
হীরো-হীরোইনের অযোগ‍্য মিথ‍্যা মনোরঞ্জনে
মনগড়া অপকর্ম‍ের  অপ্রীয় তৃপ্তিতে ভরে
চলতে চায় মানব জীবন যার ফলে সেই


তরে দেখতে পাচ্ছি মনে হয় ঐ চেতনাতে
নিজের অজান্তেই চলে আসে নিজ মনে
বর্তমান যে সমাজ ব‍্যবস্থা তাতে মনে বড়
সংশ্বয় হয় "হারায়ে যাবে কি খুঁশি" ঐ মনে।
===×××===
===×××===
বাণী : পুরাতন ঐতির্য‍্যকে অবজ্ঞা করে কখনও মানুষ নতুন নতুন দিগন্তকে উন্মোচন করতে পারে না। দেখতে পারা যায় প্রতিটি উদ্ভাবনের পিছনেই পুরাতনের কোন না কোন সূত্রের ধারাপাত হতেই নবীনরা কারুকার্য করে নিজের সফলতার পরিচয় বহনে নিজকে জাহেরী করে খুঁশি ভাবজাগ্রত করতে চায়। সেই তরে "হারায়ে যাবে কি খুঁশি" ঐ মনে প্রকাশিত যা অন‍্য কিছুই নহে।।