মানুষ মানুষের জন‍্য ও তোরা শোন মানুষেরা
তোরা মানুষ হয়ে মানুষ তরে হিংসা করবি না।
মিলেমিশে চলবি কাজে লাগবে সুসম্পর্ক মনটি
হিংসা করে চললে অধঃপতন ঘটলে দিশেহারা!


মন' যার করেছিলে হিংসা দেখবে সেই সুউচ্চে
তুমি হয়েছো অধঃপতন পাশে নেই কেউ সেথা।
এমন করে দুনিয়া জগ‍ৎখানা চলতে আঘাত রয়
তাই তো বলি শোন মানুষ হয়ে হিংসা নয় যেন।


হিংসা বড় মহাপাপ সেই কথা জেনে হই মানুষ
একে অপর সব হিংসা ভুলে এমনটি জীবন চল।
ধন‍্য যেন সর্বত্রো জীবন মান চল আপন পর মন
মানুষ হবে স্বাধীন মুক্তমন এ'ধরা বুকটি সেরা।
****************************
বাণী: হিংসা বড় মহাপাপ। হিংস‍্যুটে লোকেরা কখনোই সঠিক জীবনমান যাপন করতে পারে না। প্রকৃত মানুষেরা কখনোই হিংসা করে না। হিংসা মানব জীবনকে ধ্বংস করে থাকে। তাই কখনো ই হিংসা করতে হয় না।