এমনই একটি সর্বোনাশা রোগ রয়
মানব মন যা একবার ধরলেই শেষ।
পরিত্রাণ পাবে কি কখনও ঐ'রোগে?
মানুষ হয়ে মানুষ কেন হিংসা করবে?

এমন মানুষ নামক পশু বসবাস রয়
একই পরিবার সমাজ সামাজিকেই।
নিজ কল‍্যাণ খবর রাখতে বারবাজে
একজন অপর জনা'কে হ‍্যায় প্রতিপন্ন।

বেশ খুশিতে হ‍্যাঁ হ‍্যাঁ হ‍্যাঁ আটখানা
ঐ'সকল পরনিন্দা হিংসা লোকেরা
পরিনতিতে খুব অসহায়ত্ব জীবনটি
যেন অথর্ব এক অমানুষিক যন্ত্রনায়।

ভাবতে অবাক লাগে কেন রে মানুষ
বিধাতার বিধানের নিষেজ্ঞা অমান‍্যে।
হিংসা রোগ বোধের কারণে সর্বশেষ
অকল‍্যাণ ডেকে নাও নিজ কপালটি।

মানব জীবনটিতে সুখি হতে চাইলে
পরনিন্দা হিংসা রোগ বন্ধ করে শিক্ষা
সহ সরল মননে জীবন যাপন করলে
সত‍্য একজন প্রকৃত সুন্দর মানুষ হবে।।
**********************
বাণী: হিংসা শুধুই মানুষের রোগই নয়। হিংসা বড় ধরণের অভিষাপও বটে। যা মানব জীবনে অবশ‍্যই পরিহার করা অপরিহায‍্য।