আমি হতাম যদি সেনা নায়ক
পেতাম সৈন‍্য দলবল।
ওরা জোয়ান ওরাই শক্তিদল
দেশ প্রেম সেনাদলরা।


বাংলার গর্ব ওরা সেনা জোয়ান
আশার আলোয় বুকটি!
কত ভাবনা জীবন তটে ভরারয়
সুখ খুঁজি এ'ধরা হ্নদয়।


আমি সৈনিক মন প্রাণ তৃপ্ত স্পন্দন
জাগ্রত জাতি এক আশা।
একই মন দেশ প্রেম বাংলা মাতৃত্ব
সোনার বাংলা এ'দেশটি।


এমন যদি হতাম আমি দেশ প্রেমি
তবেই গর্ব দেশ বাংলার।
হতাম যদি গুরু দায়িত্ব সেবক প্রাণ
আত্মঃত‍্যাগ বিনিময় রক্ষা!


এই সোনার বাংলাদেশ কর্মগুণিতে
উদজীবিত ঊষার আলোর;
অন‍্যরকম প্রাপ্তি সকল তরে রইতাম
সভ‍্যতা বিকাশ বিলাপ জন।
*********************
বাণী: সুখ কখনো আপন হয় না। সুখকে আপন করা জানতে হয়। তারাই সুখী ও সুখ আপন জানে। যারা কর্মগুণ সুন্দর ভাবনাতে জীবন-যাপন করে। আর সেই সকল মানুষেরাই সুখী-সুন্দর মানুষ।