স্বপ্ন আঁকা; স্বপ্ন দেখাতে;
সবই যেন কল্প!
কল্পিত জীবন অপূর্ব মন
হৃদয় হরণ প্রাণ।


আত্মার আতস্ততা ঊষা স্বপ্ন
বাস্তবতা নিরিখে চাহি'
অনন্য শোভায় ভরা মাতওয়া
জ্ঞান লব্দের উপলব্দি।


যেখানে সাম্যের ভাব থাকবে
সেখানেই সমতা অর্জন।
কিছু পাইতে কিছু বিনিময়
অপূর্ব সুন্দর শোভা।


হিসাবের খাতা তাই উন্মুক্তো
অনেক কষ্টের অর্জন!
মানবতা মানুষেরাই তো সেরা
কম বেশি আদর্শতায়।


শতভাগ হয়তো পূর্ণতা  অপূরণ
তাতে নয়তো সংশ্বয়।
জীবন অসাধারণ মূল্যবান সময়
পবিত্রতায় যাপন মন।


কর্ম-ধর্ম পালন সকল মানুষ
তারাই তো অপূর্ব।
অসাধারণ জীবন মান অঙ্কন
হিসাবের খাতা স্বচ্ছ।


জটিল জীবন ভাবনা চেতনা
অসভ্যতা দেখা জীবন।
সেই জীবন মানে অসভ্যতা
মানব হিসাবের খাতা।


সমীকরণ মিলানো বড়ই দায়
পরিবার তথা সমাজ।
সর্বত্র চলনমান জীবন ভাবনা
চমৎকার মনুষ্য মানুষ।
×××××××××××××××××××××××××
বাণী: মানব জীবন যদি হিসাব করে না চলে। তাহলে জীবনের সমস্ত কর্মই হয়ে পড়ে বেহিসাবে ভরপুর। তাই মানুষ হিসাবে অবশ্যই সব সময় পরিকল্পিত ভাবনাতে জীবনমান চেতনায় চলা ও জীবন যাপন করা শ্রেয় ও উত্তম। অন্যথায় পস্তাতে হয় সারাটি জীবন ভর।