ঈমান রক্ষা যে বড়ই দায়‍!
সকালে ঘুম হতে জাগ্রত হয়ে
ফজরের সালাত শেষে বলি হে
আল্লাহ আজকের দিনটি যেন যায়
ভালভাবে সঠিক ও গঠন মূলক কাজে'
রেখ ভাল ফজর থেকে জোহর পর্যন্ত;


জোহরের শুরুতে ভালভাবে নিও আসর
এরপর মাগরিব থেকে ঈশার নামাজ পর্যন্ত!
আমরা মানুষরা হতে পারি যেন সেই তরের
অপূর্ব মনের বিধাতায় প্রার্থনায় রতজানে।
এই ভাবেই একটি দিন ভাল ও গঠন মূলক
স্বীয় কর্মের মধ‍্য দিয়ে করতে পারলে সময়


ব‍্যয়! তবেই তো ভেবে নিতে পারি এখনও
পর্যন্ত মনে হচ্ছে ঈমানের সাথে যে আছি।
ঈমান হাটে মাঠে-ঘাটে পাওয়া যায় না'
তাই ঈমান নিয়ে গর্বও করা সঠিক না।
একটি দিন মানে আজকের দিনটি ভাল
ভালাই গেলেই বিধাতার নিকট নতুন করে'


আগামী দিনটির জন‍্য নতস্বীকারে করতে
নবায়ন হে বিধাতা আগামী দিনটিও রেখ
ভাল; সেই চেতনায় ঈমান পূর্ণ মননে।
সকল কর্মের সহিত ও পবিত্রতার রেখে মন
সততা ও ন‍্যায়ের মধ‍্য দিয়ে ভাল ভাবে জীবন
যাপন করতে পারলে সেই তরে হে বিধাতা -


দাও না পোক্ত জ্ঞান! দাও না আমাদেরকে।
এই ভাবেই সারাটি জীবনে সঠিক জ্ঞানের
আলোয় আলোকিত করে উদ্ভাসিত করে ঐ
রুপ চমৎকার উজ্জল হ্নদয় মন ও প্রাণকে
চালিও তোমার হুকুমের আদর্শ নিয়ম মান‍্যে!
রেখ মন ভাল ভাবে চলতে করিও সাহায‍্য।


তাইতো সেই তরে বলতে চাই মানুষের
ঈমান রক্ষায় মন ভাবনাটা অতি সহজ নয়!
ঈমান নিয়ে করবে না কেহই কোন কালের
অহংকার। সেই তরে চলবে স্বাভাবিক রবে
বিধাতার ভয় চেতনায় তবেই সকল বৈধ ও
সঠিক তৃপ্ত কর্মই বলে বলাতেই ঈমানী যে হয়।
===×××===
====×××===
বাণী : ঈমান রক্ষায় মন অতি সহজ। সেই সহজ লব্দের অনন‍্য উপায় হল সত‍্যের সন্ধানের তরে করলে সকল কাজ-কর্ম তবেই ঈমান রক্ষায় মন রবে ঈমানী হাওলায়।