আমি ভালো তো জগৎ ভালো
হামকো দিহাম সবই চিনহাম।
কেহ নয়তো পর, সকল আপন
একে অন্য মিলে চলবে হৃদ্রতা।

আসলে বলি ঠিক ঠিক কথার
আমি ভালো তো বেশ সবাই।
প্রকৃত পক্ষে ভালো ঐ'প্রশান্তি
আপন ভূবন সেরার সেরা চল।

কেউ কাউকে করে না বিশ্বাস
ভালো আর মন্দ জানা অচেনা।
এমন করেই ছুটে চলা মানুষে
কি করে রইবে ভালো জানায়?

ভালো ভাল জানায় অপারগতা
মন্দে রয় যেথা ছড়াছড়ি সকল।
তাই এক মনে এক মানুষ পেতে
ঠিকানা পায় প্রকৃত মানুষ ভালো।

কথায় কথায় বলা সহজে কহে
হামভালো তো জগৎ ভালো হয়!
না না; শোন সকল মানব জাতি
হলে সভ্য জগৎ মন অনন্য তার।

সেই মুগ্ধ আলোক বর্তিকা শোভা
ছড়াবে এক অসাধারণ সুউচ্চমান।
তবেই হামভালো তো জগৎ ভালো
একে অপর বিশ্বাসে বিশ্বাস ছড়ায়।

দুষ্টে দুষ্ট দমন হয় নিশাচোর প্রাণ
বলে কথা নেয় শলাপরামর্শ মনে।
চলন বলন বেশভূষা কি অন্যরকম
আসল-নকল সেই তুলনা মস্তজ্ঞান।

হাম ভালো তো সবই ভালো বেহুশ
কিসের নেশায় কেমন করে চলছে।
নিজকে না জেনেই অপরকে চেনে
সেই মানুষ মানুষে হয় কি স্বর্গবাস?

এসো মানব জাতি; হও তৈরি সভ্য;
প্রেরণা পেতে পাই যেন এক অপরে
সোনার হরিণ চাই না কোন জনমেই
চাই শুধু মহা-মানবতা সুন্দর দ্বীনের।
××××××××××××××××××××××××××
বাণী: জগৎ সংসার বড়ই জটিল ও সুন্দর। যদি মানুষ নিজকে চিনতে পেরে, সুন্দর জীবনের প্রত্যাশায় নিজ মন ও আত্মাকে জাগ্রত করে। আর সেই জাগ্রত চেতনায় কঠোর পরিশ্রম দ্বারা জীবনকে সাঁজাতে পারে। তবেই হাম ভালো তো জগৎ ভালো' কথার সুন্দর বাক্য চরণে চলমান রইবে এ'জগৎ তটে। অন্যথায় মিছা চেতনায় ভর করে জীবন পার করা ছাড়া আর কিছু নয় মানব নামক জীবনটিতে।