কত আশায় বুক বাঁধী মানুষ আমরা
প্রকৃত পক্ষে মানুষ হিসাব ঠিক নয়!
স্বচ্ছ স্বাভাবিক ধীর মন আশা ধার্য
জীবন শুধু চাওয়া-পাওয়া সংঘাত।


কেন এমন জীবন কাম‍্য মানুষ বলি
কল‍্যাণ কর হিতোপোকার হ্নদয়টি।
সুন্দর মননে গঠন ঐ'রুপ জীবনটি
গঠন রইবো একে অপর মনুষ‍্য জনা।


যেখান যাকে নিয়ে আশায় বুকবাঁধা
এমন ধরা এই দুনিয়ার সভ‍্যতার!
ভাবনা জাগা হতবাক হতে হয় মন
সেই আশাতে গুঁড়ে বালি দেয় হ্নদ।


মিথ‍্যা চেতনা মিথ‍্যা ভরসা ভাবনা
মনটি মানুষের ব‍্যাকূল করে ছাড়ে।
মন‍ুষ‍্যত্ববোধ বিবেক বিবেচনা হীন
ঐ'রুপ চেতনা অবচেতন বিদ‍্যায়।


পিছন কথা ভাবনা ভরা জীবন ঐ'
সকল মানুষেরা কখনো নয় জয়ী।
বিজয়ী তো সেই সকল মানুষেরা
ধন‍্যবাদ জ্ঞাপন প্রাপ্তিও উত্তম জন।
********************
বাণী: আশা করা ভালো। তবে এমন নয় যেন পুঁড়াপূড়ি নির্ভরশীল। হয়তো এমন সময় আসবে যার নিকট কোন কিছু আশা করবে। দেখবে ঐ'ব‍্যক্তি সময় মতন তোমাকে আশায় গুঁড়ে বালি। হাটে হাড়ি ভেঙ্গে বসে আছে। তাই নিজস্ব সত্ত্বার প্রতি আত্মঃমর্যাদা নির্ভরশীল হওয়াই উত্তম।