জানা নেই; তাতে লজ্জ্বা নেই;
অজানাতে পথ চলা।
জীবন তরি অজানা পথ চলি
সেই অজানা সুগমন!


অপূর্ব শোধায় শোভিত করতে
জানতে হয় মানবকে।
যতটাই আমরা নিজেকে জানি
আলোতেও রয় অন্ধকার।


এতো শিক্ষিত কতজ'না মানুষ
তারপরও কি জেনেছি?
সকল মানুষ দরকার এ'ধরাতে
বিধাতার ঐ'রকম সৃষ্টি!


অজানা রহস‍্য জানি ক'জনাই
এতো সুন্দর পৃথিবীতে?
যতই জানিনা কেন পান্ডিত‍্য
দেখা শূন‍্যতা হৃদয়টিতে।


করছে হা হা কার কেমনেই
তারপরও করছি অহং!
কেনরে মানুষ পরিচয় বহনে?
জানা নেই জীবনটিতে।
*******************
বাণী: চমৎকার জীবনবোধ তো সেই সকল লোকেরাই কামনা করতে পারে। যে সকল লোকেরা জীবনের গতি সঠিক পথে রেখে চলতে সক্ষম হতে পারে ও জীবনের লক্ষ‍্য পূরণে সব সময় সচেষ্ট থাকেন। ঐ'সকল লোকেরাই প্রকৃত ও কল‍্যাণকামী চমৎকার জানা নেই জীবনবোধ প্রকৃত মানুষ হতে পারবে।