কথায় রহ জাগ্রত লোক ঐ'
থাকলে ঘুমিয়ে কে জাগাবে?
সেই জ‍্যান্ত ঘুম ভাঙ্গানো দায়
একই মানুষ মনুষ‍্য ডাক পণ।


কেবা রহে শোনাতে সেথাপণ
তবু মনের মাঝে প্রাণত্ব সেবা।
যেন ডাকে বোদে হয় আসলে
গভীর ঘুমে বিভোর ক্লান্ত মর্ম।


কেনরে মানুষ কেমনে ঐ'রুপ
থাকবে জাতির অর্থ উচ্চমান।
নিম্নগামী পথে সান্দ‍্যতা পূর্ণে
জীবন যখন যুদ্ধে যাবার যাও!


সেই সময়ে পড়ে থাকবে সেথায়
জীবন চলার পথে সাধুতা মননে
জটিল ভাবনা কিসের নেশাব্রত:
অর্জন জ্ঞানদীপ্ত চেতনা শ‍্যামল।


ঊষা লগ্নের আপনত্বের নিজস্ব
পরশ্রীকাতরতা জব প্রেত: ভাব
জানাতেও নয় চেতনায় ঘুমরত
অজানাতেও নয় জাগ্রত ঘুমের।


চালাক ভেবোনা কখনও নিজকে
সত‍্যের কথা বলি সত‍্য নয় চালাক
দেখবে কাজে কর্মে হবে অপমান!
জাগ্রত মানুষ মতন ঘুমন্ত ভুলের।