অপেক্ষিত ঐ'সেই দিনের বারতম
ঝর্ণার পত্রের উত্তরের চলমানের
ধারা বাহিকতার তরে ভাবনাতেই
মনে জাগে বড়ই ভয়! সেই যে ঐ'।


আজ শরীরটা বড়ই মন্দা লাগছে"
ঝর্ণার পত্রের উত্তর দেওয়াটা আজিকে
বড়ই দূরূহের ব‍্যাপার হয়ে দাঁড়িয়েছে'
কেন যেন মনটা টানতে চায় না ঐ'পানে।


ভেবে নিলাম আর লিখবো না ঐ'পত্রের
জবাব। সময় করবো না আর যে নষ্ট।
আমি মনে করি ঐ'টা কোনই ভালোলাগা
আর ভালোবাসা নয়! অবুঝ ভালোলাগা..


ও ভালোবাসাতেরই হয় যে এক সময়ের
জীবন ও যৌবনের সফলতাতেরই অপর
পিঁঠের টান-পড়ন। সেই সকল ভালোলাগা
ও ভালোবাসা করে থাকে সমাজকে কলংকিত।


তাই তো বলতে চাই ভালোবাসার কাঙ্গালী
(নারী-পুরুষেরা) শোন সকলেই! সর্ব প্রথমে
তোমরা শৈশব কাল হতেই হও' সংযোমী।
যৌবন নিয়ে মোটেই ভাববে না।


মনে রাখবে বিধাতা সবই দিয়েছেন
মঙ্গলের জন‍্যে। কোন কিছুই তিনি বিনা
প্রয়োজনে সৃষ্টি করেন নাই এই জগতের।
সেই সাথে নিয়মও বাতায়ে দিয়েছেন'


মানবের জীবন-যৌবনের জয়-জয়-হবে
কিসেতে?  হবে না কোন কাজটি করলে?
সেই ভাবনা গুলিই মন হতে প্রেম পবিত্র
রাখতেই সারা জাগানোতেই আর লিখাতে;


কলম হাতে এসেও আসতে চায় না লেখা।
ঝর্ণার প্রেমের সারা জাগানো সেই প্রেরিত
প্রেম পত্রের। এই মর্মে বলে যেতে চাই ওহে
প্রিয় পাঠক ও পাঠিকা ধৈর্য হারা হারাবেন না'


সাথেই থাকুন। দেখুন না শেষ-মেষ প্রকৃত
প্রেমের স্বার্থকতা কি ভাবে লাভে ধন‍্য হতে
পারে সেই মর্ম বোধদ্বয়তাতেরই জাগ্রতের
যৌবনাদের জীবন-জীবিকা-শিক্ষা-ঘর-


সংসারেরই সুন্দর-বস-বাসের-আবাসন-
কি-ভাবে' হতে পারে সুখময়? অমন চিন্তা
মাথায় নিয়েই আমার এই ঝর্ণা নামক আগত
প্রেম পত্রেরই অনেক বড় দীর্ঘ‍্য জবাব লেখা।


যা না কি মহা-প্রেম-ভালোবাসা; গল্প-স্বল্পের
একটি কাব‍্য রচনায় হবে নান্দনিকতাতে ভরা।
হবে সহায়ক! যুবক-যুবতীদের সর্বপ্রথম জীবনটি
গড়ার প্রত‍্যয়ের মন। তারপর একটি সময়ে উপ-
যুক্তেই বাঁধবে যৌবন-যৌবনারা তো উত্তম ঘর।
===***===
===***===
বাণী: যৌবন বড় দুষ্ট ও কোন বাঁধনের বাঁধ মানতে চায় না। যৌবন সব সময় রশি ছিঁড়তে চায়। সেই তরে যারাই বিধাতার দরবারে একান্তই শুভকামনা ও বাসনা চেয়ে একটি সময় সুন্দর করে পাড়ি দিয়ে উপযুক্ত হয়ে যোগ‍্যতানুসারী প্রেয়সী মিলায়ে সংসার বাঁধবে। সেই সকল নারী-পুরুষেরাই প্রকৃত সুখী ও সুন্দর জীবন-যাপন করে সফল ও প্রকৃত তৃপ্তি-দায়ক ভরপুর প্রেমে অনন‍্য হয়ে এই জগতেই সুন্দর যৌবন ও জীবন মহা-আনন্দে অতিবাহিত হয়ে আসছেন। ঐ'সকল ধীর চেতনার নারী-পুরুষের অভাব এই জগতে। তাই তো ঐ'সকল যুবক-যুবতী বিধাতা ভালোবাসাতে ভরপুর করে দিতে খুঁজছেন। অন‍্যথা নহে।