ঝর্ণার অনেক ধৈর্য‍্যের পরিচয়ে
প্রথম পত্রের জবাবের আশায়
কতটা ব‍্যাকুলে জল্পনা-কল্পনার
প্রেম আবেগের প্রেরিত পত্রের!


জবাব না পেয়ে প্রেয়সী ব‍্যাকূল
মনেরই অস্তিরতাতেরই চেতনার
সেই মন; হ্নদয়; প্রাণ; আত্মার;
স্পন্দনেরই মর্মতার বর্ণনা মেলে।


প্রেয়সীর প্রতিটি আক্ষেপ চরণে
আবেদনময়ীর নিবেদনে জানায়
প্রেমিক একান্তই তারই নিজেরই'
যেখানে থাকবে না কোন দ্বিমত।


প্রেমিক না হয়েও আসরে প্রেয়সী
প্রেমিক বানায়ে ছাড়লেন প্রেমিকে।
সেই সারা জাগানো প্রেমিকার পত্রে
জবাব না দিয়ে ধৈর্য‍্য হারা মনটি যে।


প্রেমিক ভাবনা মনে বলা হয় শোন!
এমন করে কেন করছো? এই মনটি
কি কিছুই বোঝে না? না কি ভালো
বাসার মনটি শুধু তোমারই রয়েছে?


হাই'রে অবুঝ একঘেয়েমী  ভালো
লাগা ও ভালোবাসার খেসারতের
স্বীকার ভুক্ত-ভোগীর প্রেমিক মনে'
একটি পত্র লেখা হল প্রেয়সীকে।


ঝর্ণা আমার সালাম ও শুভেচ্ছা
গ্রহণ করবে। আশা রাখি ভালো
আছো। দোয়া করি ভালো থাক
-বে। অনেক শুভকামনা রইলো।


তোমার হাতের অপূর্ব সুন্দর লেখ
-নিতে মনোমুগ্ধতায় ভরা প্রাণের
আস্তা-ভাজনের অনন‍্য সুধার মন
ভুলানো মনোলোভা সুবার্তা পত্রটি


হস্তাগত হয়েছি। কয়েক মাস পরে
পুনরায় তোমার আরেকটি আবেগ
ঘণ মনের আবেদনময়ী সুবার্তাটিও
পেয়েছি। কিন্তু আমি অত‍্যান্ত দুঃখিত!


বিগত কয়েক মাস হয় প্রচন্ড কাজের
অনেক চাপ। হাতে মোটেও সময় না
থাকাতে তোমার প্রেরিত প্রথম পত্রের
উত্তরে বিলম্ব ঘটে। যা ক্ষমার মত নয়।


তোমাকে অনেক কথা বলার রয়েছে!
আজ আর হাতে সময় নেই। এখানেই
আজকের মত। ভালো থেকো। ভালো
থেকো ও মনদিয়ে পড়া-লেখা করবে।
ধন‍্যবাদ।।


প্রিয় পাঠক-পাঠিকা কোথাও যাবেন
না। পরবর্তী পর্বের আশানুরুপ প্রেয়সী
নিবেদনের তরে দেখা দিবে অন‍্যরুপে।
আসলে প্রকৃত প্রেম কি বলে সেই তরে।
===***===
===***===
বাণী: প্রেম মনের সকল (যুবক-যুবতী)  লজ্জা-লজ্জা নয়নের অপ্রিয় লবণাত্মক স্বাদের যৌবনের একটি (দুষ্ট-মিষ্ট) সময়। ঐ'সময়ের (১৬-২২) বছরের বয়সটি বড়ই ভয়ংকর। সেই জন‍্যে ঐ'বয়সের ছেলে-মেয়েদেরকে কোন অবস্থাতেই একত্রে বেশি বেশি (মিলা-মেশা) কোন অবস্থাতেই কাম‍্য নহে। যা স্বাভাবিক জীবন গড়ার ক্ষেত্রে বাঁধা গ্রহস্ত হয়ে থাকে।