এ'জীবন চলার পথে হয় বহুদূর যেতে
কতজনাতে কইতে হয় কথা কর্ম সাথে।
জীবন মানে বড়ই চলমান বিশাল চাকা
চলে ব্রেক বিহীন ভাবে; থামাতেও চায়।


আবার এমন সময় আসে বিরহ ভাবনা
হাজার বিপত্তিতেও সাধনা জাগায় মন।
জীবন গড়তে অনুপ্রেরণা প্রয়োজন রয়
যেখানে যার থাকে না ঐ'মন মানুষেরা।


সেখানে কে কাকে বলবে, দিবে কি তা
জানার পূর্বেই ঝরে পড়ে রয় অনুসূচনা।
মানব জীবন খুবই সুন্দর ও সংগ্রামেরই
শত বাঁধা বিপত্তিতেও রাখতে হবে সমতা।


জাতি ধর্ম কর্ম প্রেম অনুপ্রেরণা অনুশাসন
আবেগ অনুভূতি মমতা মহত্ত্ব ভালোবাসা।
বিধাতার দয়া পেতে করি একাগ্রচিত্র প্রাণ
তবেই সেরা মানব মন; জীবন চলার পথ।
****************************
বাণী: জীবন চলার পথ যদি মানুষ নিজেরটা নিজেই সঠিকতার মধ‍্য দিয়ে না বোঝেন। অর্জন শূন‍্য গোয়ালে রাখাল বেতন ভূক্ত রাখার সামিল ছাড়া অন‍্য কিছুই নয়।