মানব জীবন মানে মহা আনন্দ
মহানন্দ ভোগের।
সুখ-দুঃখ, কষ্ট-বেদনা নিয়েই
মানুষ মানবতা।

বিলাস জীবন আশায় মানব মন
করতে জয়।
তবেই যোগাবে সকল স্বপ্ন পূরণ
হবেই ধন্য।

কত কথা কত হাসি কত কান্না
বিজরিত জীবন।
তবুও স্বপ্ন দেখা দেখতে থাকে
হবেই জয়ী।

এমন করেই জয় পরাজয় মানুষ
চলছে চলবে।
সঠিক পথের সন্ধ্যান দীক্ষা লাভ
অর্জনেই সেরা।

ভুল পথের অগ্রসর জীবন নামক
বে-পথে হাঁটা।
অকল্যাণ বোঝা বয়ে বেড়ানো মন
বিপদ যোদ্ধা।

অল্প সফলতায় বিলাপ গপ্পে সেরা
মানুষ আমরা।
একটু বেশি হলেই সর্বসেরা জনের
দিশেহারা আত্মা।

নেই শেষ নেই কখনও জনমের
মন-প্রাণ-সুখ।
ঐ ভাবে মানব জীবনটি চলায়
সুগল্প-দুঃখ মনুষ্য।
×××××××××××××××
বাণী: মানুষ যদি প্রকৃত জ্ঞানের আলোয় আলোকিত হত। তাহলে প্রতিটি মানুষই হীরা হত। এই জগৎ সংসার মর্যাদা পূর্ণে। পাগল-মাতাল-অটিস্টিকও মানবিক সুন্দর পরিবেশ পেত। কারণ ওরাও একই মায়ের গর্ভ ধারণ সন্তান।