মানুষ হতে সুশিক্ষা লাগে
সুশিক্ষা অর্জন মনটি!
অনুশাসন অনুপ্রেরণা রয় কি?
মানবতা মন জাগ্রত।


জীবন সুন্দর ভাবনা আত্মার
মন-প্রাণ-হ্নদয়টিতে।
থাকবে যেমনটি মানুষ মনুষ‍্যত্ব
তবেই জাতিগত প্রেরণা।


মানব জীবন অপূর্ব অনন‍্য
শোভা ছড়ায় মন।
সেই মনকে করতে তৈরি
ধর্মীয় চেতনা শোভা।


প্রকাশ প্রেরণা জ্ঞান বিদ‍্য
বিজ্ঞতা পায় ধীরতা।
কান্ড জ্ঞান সুবুদ্ধি ভাবনা
জীবন লেখা জানা।


তবেই মানুষ ভাবনা শতত
হাজার ফুল একরাজ‍্য।
আলোক বর্তিকা মনুষ‍্য পরিচয়
সৌভাগ‍্য জীবন খেলা।
******************
বাণী: জীবনকে সুখী করতে কঠোর পরিশ্রমকে বেছেনাও। তবেই সুখ ও শান্তিতে বিধাতা ভরে দিবে। যা কল্পনাতীত।