প্রকৃত মানবতা সেই জ্ঞান অর্জন
পবিত্র মন পবিত্র আত্মা!
অসাধারণ ভাবনা সঠিক চেতনা
সুন্দর অপূর্ব ভাবনা স্বর্গ!


মিথ‍্যা পরলোভ পরচর্চা পরধন
এমন ভাবনা অপ্রিয় মন।
কখনও হতে পারি কি মমতাময়ী?
নরক দেখা ছন্দ পতন।


জীবন শুধুই হা-হা-কা-র-শূন‍্যতায়
চরম সভ‍্যতা শোভা প্রাণ।
আশা কখনও হতে পারে না অপূরণ
শতশ্রম বিনিময় অবশ‍্য অর্জন।


হাজার কোটি শত সহস্র ঊষা চেতনা
মুক্ত মন মুক্ত ভাবনা!
কঠোর পরিশ্রম মানবতা পরিচয় বহন
অর্জিত ধন রত্ন প্রাপ্তিতে।


কোন প্রকার অসত‍্য অসভ‍্যতা নয়তো
প্রেরণা অনুপ্রেরণা অণু সম।
সতত জাতি গঠন মন সেই তারা পাবে
জীবন ছন্দময় অপূর্ব চাওয়া।


এমন করেই মানুষ সুন্দর হয় জীবনে
ধর্ম-কর্ম পালন সঠিকতা।
পূর্ণতা পেতে সময় নিয়ম মেনে চলন
ছন্দময় জীবন এ'ধর স্বর্গ।
***********************
বাণী: প্রকৃতই মানব জীবন ছন্দময়। মানুষ যদি কঠোর শ্রম বিনিময়ে যোগ‍্যতা অর্জন করে উপযুক্ততা তৈরি করতে প্রচেষ্ঠা অব‍্যাহত রাখে। তবেই মানুষকে বিধাতা অপূর্ব মূল‍্যায়ন মূল‍্যবোধ দান করে থাকেন। আর সেই জীবনই এক সময় সুন্দর ছন্দময় হয়ে জীবন মহানন্দ সুখ যাপন জগৎ সংসার পালনে পূর্ণতা পেয়ে থাকে। সেই সকল জীবনের মানব মনুষ‍্যরাই ছন্দময়।