এমন একটি সময় আসে
মানব জীবনে জীবন নিয়ে
ভাবতে শেখায় জীবন কেমন?
সেই সময়ে জীবনকে ধরলে।


বুঝতে পারলে সন্তানেরা যেন
প্রকৃত মানুষ কিসে জ্ঞানালোয়
তবেই বুনাবে স্বপ্নের জ্বাল
ধীর মনোবলে জাগবে মানষিকতা।


এ'ধরা মানুষ মানবিক বিবেক
আসল নকল জীবন চলায়
পথের পথিক ন‍্যায় অসাধারণ
ভাগ‍্য বৈষম‍্য উষার আলোক'


বিঘ্নিত চরণে বিফলতা সম্ভারে
যেন গড়বে নিজের জীবন
সে'জনেরা এদেশের প্রকৃত সুসন্তান
জাতিগত গর্বের অনন‍্য জাতের;


ভাগ‍্য তাদের দেখা মিলাবে।
অনাবিল চল চলমান যাপিতে
পাবে সময় কথা বলা
আমরা মানব জাতি হয়ে।


কেন রে হতে পারি না
অপূর্ব সুন্দর মানুষ?
এতো বুঝি তবে কেন
সঠিক বুঝটি বুঝতে পারি না?


হাইরে মানুষ! কিসের বুঝ?
প্রকৃত জীবনের মূল‍্যই বুঝি না।
বুদ্ধিমান মানুষ গুলি কি বিবেক হারা?
কোনটি জীবনে চেতে হয় তা কি জান না?


খাওয়া পরা সবই বোঝে; নিজের জন‍্যে অনেক..
ভাল মন্দ বেচা কেনা; পথের সন্ধ‍্যানে ব‍্যস্ততা।
লোভ লালসা বেশ মজাদার ভাবনা জগৎ সেরা।
তবে কেন জীবনের চাওয়া হয় না প্রকৃত পাওয়া।
****************************
বাণী: মানব জীবনে একটিই চাওয়া সদা সত‍্য ও সঠিক পথের সন্ধ‍্যানে সৃষ্টিকর্তার নিকটে একনিষ্ঠতার সহিত প্রার্থনা করা তবেই সুন্দর জীবনের সফলতা কামনা আশা করা। অন‍্যথায় নিষ্ফল।