জীবন মানে চালিকা শক্তি
সেই জীবনকে ভালো বাসুন।
যা একান্তই নিজের করে
তবেই সুন্দর জীবনের সন্ধ‍্যান।


অন‍্যথায় যা যাবর জীবন
প্রতিদিন নিজকে জানুন।
কি করনীয় ভাবুন একটিবার
তারপর সুন্দর মন সঠিক নিশানা।


অন‍্যথায় কোন মতন যাপন
বিধাতার বিধান মানুন।
শৃঙ্খলা পূর্ণতা আনুন কল‍্যাণে
জীবন হবে মুক্তি মোনা।


তবেই মানুষ নিজকে জানবে
কোনটি সঠিক পথের সন্ধ‍্যান।
আর কোনটি সঠিক নয়!
শুভ সকাল; শুভকামনা জানাই।


নতুন বৎসর নতুন দীক্ষাতে
ওয়াদা পালন যেন ধীরতা!
ভাল গঠন মূলক হৃদয়াত্মাতে
শান্তিপ্রিয় আস্তার জায়গা অবিচল।


কর্ম-দক্ষতা অর্জন সদালাপনী
সকল ক্ষেত্রেই মিলমিল মনুষ্যে।
তবেই সঠিক উত্তম অনুপ্রেরণা
মুক্তি মিলবে জাতিগত স্বভাব-সভ্যতা।


নতুন বছর হোক বয়ে আসুক
সর্বক্ষেত্রেই সকল মানুষের চাওয়ায়!
মানুষ মানুষের কল্যাণ কামনায়
পবিত্র জীবন শতকষ্টে অর্জিত।


জীবন স্বপ্ন কথা গাঁথুনী অপূর্বতা
কোনটি সঠিক অনুপ্রেরণা মূল্যতা
জানতে সভ্যতা বিকাশ প্রস্ফুটিত
সেই মানুষেরাই স্বপ্ন জীবনত্ব।
*********************
বাণী: পথ চলতে রাস্তা প্রয়োজন। মানুষ জন্ম নিতে প্রয়োজন হয় (স্বামী-স্ত্রী) পরিবার সভ্যতার সুন্দর বন্ধন সংসার। সেই মতে মানব জীবন সঠিক পথে পরিচালিত হতে সুন্দর স্বভাব চরিত্র সঠিক সত‍্য নিষ্ঠার জ্ঞানবান হওয়াটাও একান্তই দরকার। যা তার প্রথমতঃ নিজকল‍্যাণে দ্বিতীয়তঃ দেশ ও দশের কল‍্যাণে। তবেই সেই মানুষেরা স্বার্থক জন্ম লাভ পথচলার সঠিক নিশানা অর্জন। অন‍্যথায় নিরোর্থক জন্ম আর পথে হাটা মনুষ‍্যত্বহীন নাম মাত্র মানুষ। এ ছাড়া আর কিছুই নয়। ধর্ম বিধানেও তাই বলা রয়েছে।