যৌতুক কেন ভাই
নিজ কর্ম জানেন।
নিয়মিত কর্ম করেন
মনোযোগী হন কর্মে।

ভেবে দেখেন ভাই
আপনার বাবা-মা!
জন্ম হতে মানুষের
মতন মানুষ গড়ায়;

করেছেন কত কিছু
শাসন অনুরাগ সবই।
নিজেদের স্বপ্ন সাধ
অপূরণ মন বিলায়ে।

সন্তান তাই উজারে
গড়ে তোলেন অনন্য।
সেই জীবন অনুরূপ
করেন মানুষ মেয়েকে।

সন্তান হয়ে সন্তানকে
আনেন ঘরে বাবা-মা।
চান কিভাবে যৌতুক
হায়রে মানুষ আমরা!

কেমন মনের এ'ধরায়
হচ্ছি দিশেহারা দিক-
বে-দিক যতই হাসির
এমন করেই হাসছি।

আমরা মানুষ মানুষে।
নারী-পুরূষ উভয়েরই।
পরিবার-পরিজন সম
চলছি কথার ঝুঁড়িরই।

মানুষ পরিচয়ে মহারতি
ছেলেকে পরিবার গঠনে।
আনবে মেয়ে গৃহস্থলির
একে অপরে আত্মীয়তা।

আহা হবে সুখ-দুঃখের
দু'টি পরিবার পরস্পরা।
ঐ'ভাবেই জীবন চলবে
সহমর্মীতা সহযোগিতায়।

কর্মগুণ সমেত সকলে।
এমন কোন নেশায় মত্ত্ব।
সেই মনটিতে যৌতুকে
আসছে দাবী পশুবেশ
সকল মানুষ শোন তবে।

এমন মানুষ হলে চলবে?
যারাই চায় যৌতুক ওরা
কোন মানুষ নয় সেইতো
তারাও অমানুষ একই।

পরিবার আমরা সকল
আত্মীয় হবেই আত্মায়।
মিলন নয়তো অর্থলোভ
তবেই একে-অপর প্রেম।

নয়তো বিবাহ হবে না।
হবে টাকা দরকষাকষি।
সে'বিবাহ চাইনা আমরা
তেমন পাত্রকে না বলি।।

প্রবেশ করতে দিবো না
সমাজ হতে ধিক্কার মন।
ঘৃণা ভরা মুখ সর্বোজন
মেয়েও আমার ছেলেও
নয় কেহই পর-আপন।