শোনরে যুবক সমাজ শোন
জেনে রাখো কাঁচা বয়স!
অনেক কথা মন বলে শোন
বয়স যা চায় ভেবে নিও।


যে কথা বলে মন মানে না
যুবক মন বয়স হতবুদ্ধি।
কখন কি চেয়ে বসে মনটি
বলা বড়ই দায় হায়'রে!


নিয়ন্ত্রণ ঠেঁকানো খুবই কষ্ট
যা যায় বলা না লুকানো।
শান্তি অস্তিরতা প্রাণ-হ্নদয়
আত্মার স্পন্দ ভাল লাগা।


প্রেম কথা বলে যুবতী রূপ
ঐ'রূপ ভাস‍্যমান অন্তরে।
না মানতে চায় পারিবারিক
অসীম সীমানা দেওয়াল।


যুবক যৌবন বোকা বাক‍্যরা
ভাবে না অর্থ কষ্ট কথা।
পেটে ভাত যোগার ভাবনা
না ভেবেই চায় প্রেম!


সোহাগীনি ভালোবাসা চায়
ঘর দরজা আয় অলক্ষী!
সুফলা স্বপ্ন শুধু যৌবন যুবা
ওরে অবুঝ ওরে যূবক!


সবুজ-শ‍্যামল সাথী মোদের
পাবে যৌবন কল‍্যাণে।
কর্ম-ধর্ম-শিষ্ঠাচার-অর্থ-আয়
হবে মানুষ সভ‍্যতায়।


তবেই যৌবন প্রকাশ শুভেচ্ছা
উপযুক্ত যুবতী লাভে।
ব‍্যবহার সংসার প্রেম এ'ধরা
বিধাতার বিধানে রয়!


সেই জীবন কাম‍্য যুবক শোন
শান্তি পাবে দাম্পত্তে।
কাঁচা বয়স একবার ঘুন ধরালে
সেই জীবন অশুভ হয়।
আর কখনো সুখ লাভ আসে না
সফলতা যুবক যৌবন।
*************
বাণী: পরধন পর সম্পদ পরনারী অবুঝ চাওয়া। শূন‍্য গোয়াল গরু পালন মিছা আমসত্ব খাওয়া ছাড়া আর কিছুই নয়।