যুদ্ধ কখনো শান্তি আনে না
আসে না কোন সুখ।
থাকে দেশ সমৃদ্ধি শক্তিশালী
জয়-পরাজয় দেশ।


কত অর্থ অস্ত্রসস্ত্র ব‍্যয় জনতা
ক্ষত-বিক্ষত হয় থাকে।
সব জানা থাকার পরেও কেন
করছি যুদ্ধ আমরা এ'ধরা?


যুদ্ধের মাঠ ময়দান কেন তৈরী
কেন এমন কান্ড মানুষ?
মানুষে নেমকহারামী অসভ‍্যতা
এই কি মানবতা বলে?


যাদের মুখে শুণি মানবতা কথা
সুউচ্চ-স্বরে লম্বা বাক‍্য!
টান-টান উত্তেজনা শিক্ষিতরাই
নেমক লবণ তেতো কয়।


হায়'রে মানুষ তো কেন করিস
ধর্ম ভাগ ভেদাভেদ মনুষ‍্য?
বিধাতার বিধান মেনে পালনে
রওনা যৃর যর ধর্ম অর্চনায়।


মানুষ হিসাবে বেঁচে থাকতো
সভ‍্যতা আবৃত্তের রচনা!
কোন যুদ্ধ নয় সংঘাতও নয়
প্রয়োজন মানুষ মানবতা।


লোভ লালসা দেশ দেশপতি
কেন থাকবে অমনুষ‍্যতা?
সকল দেশই হবে জীবন তট
একে অপর ভাবনা চল।


আমরা মানুষ মানবতা কর্মেই
ধর্ম চেতনা বিধাতা তরে।
বাধ‍্য বাধকতা এক সুন্দর মন
ধর্ম শিক্ষা দেয় মনুষ‍্যত্বতা।


নৈতিক চরিত্র অনন‍্য জীবনবোধ
পেতে ধন‍্যতা প্রাপ্তি আশা।
আমরা মানুষ জাতি জাতীয়তায়
মহা-মানবতা প্রকাশ প্রাণ।


সেই মানুষেরাই একটি সম্মান
বড় সম্মান প্রাপ‍্যতা হ্নদয়।
কেন করছি যুদ্ধ মানুষ মানুষেরা
ছাড় সব যুদ্ধ মানুষ ধ্বংস!
****************
বাণী: যুদ্ধের চেয়ে সমঝোতা কৌশল করে সমাধা করাই উত্তম ও প্রকৃত যোদ্ধ বিজয়। যারা বুদ্ধিমান; তৃরা কখনোই যুদ্ধ করে  সংগঘাত ও রক্ত ঝড়ায় না।