কে আপন কে পর!
           এ'জীবন তটে বড়ই দায়।
সমাজ বড় আস্তা পান্ডিত্ত্ব
           মাথাটা বড়ই ভারী লাগে।
নাছড় বান্দা ঠাট্টা ছলে
           বলে কথা সময় নাইরে।
এমন করেই সমাজ চলে
          পরিবারও চলে সেই যে।
কোথায় শিক্ষা শিক্ষিত জন!
          কে আছে আপন জনা ঐ'।
আসল নকল রসাতল সেই
          ভাবনা নেই কারো এ'ভবে।
যেমন খুশি তেমন চলছে
          জ্ঞানী লোকের আক্কেল টনক।
ভাবলে টাবলে বলতে দ্বিধা!
          কেহ শোনে; কেহ শোনে না;
"কে আপন কে পর" অমূলক
           ভাবনা জগৎ যেন রসাতল।
*********************
বাণী: এমনই দুনিয়াতে মানবের বসবাস। যেখানে মানবতা আছে আবার মানবতা নেই। কম আর বেশি মানবতা আছে বলেই আমরা মানুষরা কিছুটা হলেও বেশ আছি। এটুকু না থাকলে মানুষ পশুর চেয়েও খারাপ ধাবিত হতো।