আমি হতে চাইবো কবি
কবিতায় মন কি নিবেদন করেছি
যে মনে লিখবো কবিতা
সেই মন কি করেছি তৈরী?


জানি কত টুকুন জ্ঞানের সীমায়
উপলব্ধিতে এক অনন্যতায় ভরে
হতে চেয়েছি লিখবো কি করে
সেই মহা-নায়কের বেসে!!


হতে চাই কবি না জানাতেই
জ্ঞান পিপাসিত কবি গুরুজন
সেই লেখা যদি না হয় কবিতার ন্যায়
নাম না জানায় অভিমানী লেখায়;


হবে কি আর সহজ লব্ধতায়
ছন্দ বেশ কবিতা চরণে আপন
কি যে করি না লেখাই ভাল ছিল
দু'চার'টি কবিতার লাইন।।


বার আউলিয়ার ও কত শত তীর্থতায় পক্ষ পাত তুষ্টতায়
নানান ভেজাল জ্ঞান গড়িমায় জ্ঞানীতে যে আমি
কি করে হতে চাই যে কবি?
তাই তো বলি কবি হওয়া সহজ সাধ্য নয়।।
            
             ===×××===


বাণী : কবি হতে মহত্বতায় এবং কবির মনের সংকীর্ণতা দূর করে স্বাভাবিক ও সহজ সরলতায় সাবলিল হাস্যউজ্জ্বলতায় জ্ঞান থাকাটা আবশ্যক।।