দাদু ভাই তুমি শুকুর আলী মল্লিক
পশ্চিম বঙ্গ হতে আগত বাংলায়।
এ'ধরার অপরূপ শোভা বাংলার
সাহিত‌্য পরিষদ দাওয়াত পেয়ে।


সত্যই তোমাকে বেশ লাগা রইল;
অনেক ভাল মানুষ তুমি বাংলাকে
ভালোবাসো সেইটা জেনেই আরো
ভাল লাগাতে মনটি পেল উদারতা।


ছিলে আমার বাসাতে পেলাম তাই
অনেক কাছে থেকে তোমায় দেখা।
দেখলাম কবি প্রকৃতই কেমনটি হয়
হল অজানা কবি মন জানা এ'জগত।


হরেক রকম মানুষ হয় সেই মানুষও
হয় কবি। অনেক কথার মাঝে বাস।
সেই কথাও জানা থাকতে হয় মনুষ্য
নয়তো কোনই ফুল ভুল; মানুষেরই।


ভালোবাসা জানি না জানি যত্ন মহত্ব
যে জন বলে ভালোবাসী সেই জনেরা
আসলে প্রকৃত ভালোবাসা জানে কি?
জানার মতন জানলে কবি তুমি বুঝবে।


তবেই ভালোবাসা স্বার্থকতা পাবেই
কবিমন অসাধারণ এক মহত্ব মূহুর্ত।
আবদার কাছে থাকা হয়তো রাখলাম
সময়-অ্যাপ্যায়ন কোনটাই সঠিকতা..


পরিপূর্ণ ভাবে তৃপ্ত করতে পারি নাই
হতে পারে ত্রুটি অজানাতে ক্ষমা চাই;
দিও ক্ষমা করে আমায় ও পরিবারকে।
ছোট বোন; ছোট মানুষ আফরোজা সে

যতটুকু পেরেছে তোমায় করেছে যত্ন।
একজন কবি হিসাবে দোয়া করিও মন
হতে ওদের সপরিবারকে যেন বাচ্চাসহ
ভাল থাকে সকলেই একই ছাঁদের নিচে।


আজ বিদায় বেলাতে হে আল্লাহ্  ভালো
লাগেনি কোন মতেই। মায়া যে কি সেই
কথাটি বুঝা যায় মায়া যাদের রয় হৃদয়ে!
সত্যই অতুলনীয় ভালোবাসা মহত্ব মনে।


আবার হবে যে দেখা হয়তো মানুষ নয়
শংক্ঙ চিল শালিকের বেসে এ'ধরা নয়
তো ঐ'স্বর্গীয় ধরার বুকটিতে। মানুষের
জন্যেই কর্মফল স্বর্গ নরক; দোয়া চাই।


দোয়া করি হে আল্লাহ্ ভাল রেখো দাদু
ভাই প্রিয় কবি পশ্চিম বঙ্গের প্রতিবেশী
দেশের সকল মানুষ তথা বাংলা ভাষার
প্রতিটি মানুষকে। আমিন; আমিন; আমিন।
××××××××××××××××××××××××××××××××
বাণী: ভালোবাসার কোন ঠিকানা হয় না। তবে অতি সহজেই ভেঙ্গে যেতে পারে। যা যুগ যুগ ধরে চলমান। তাই ভালোবাসা সঠকতায় ধরে রাখতে চাইলে অবশ্যই সত্য ও ন্যায়ের উঠাবসা থাকতে হবে। নয়তো অবুঝ পাগলের সাথে সম্পর্ক থাকা আর না থাকা সমান কথা।


কবিতাটি উৎসর্গিত: প্রিয় কবি শুকুর আলী মল্লিক দাদুভাইকে এই কবিতাটি ও কবিতার সারাংশ বাণী  উৎসর্গিত করা হল। আল্লাহ্ তাকে ভাল ও সুস্থ রাখুন। দীর্ঘজীবি হউন। আমিন।।