আজ একটি এমন কবিতা লিখলাম
পাঠক-পাঠিকা-লেখক-লেখিকা!
জানতে পারবে বুঝে নিবে সকলেই
প্রতিবেশী সহধর কবি আপনত্ব।


পরিচিতি লাভে ধন‍্যতা পেতে লেখা
লেখক কবিতা সুউচ্চমান অপূর্ব!
এমন করেই ছড়াবে পরিচিতি জ'না
কেউ বলুক না অচেনা তাতে কি?


আমি লেখি পরিচিতি হতে কবিমন
ডাকি সকল কবিরা হও সহমত।
অনেকেই লেখে ভাল বাংলা কবিতা
হয়তো কর্ম জীবন অর্থহীনতা।


ওরা আমাদের বাংলার সন্তান লেখক
আমি চাই কবিতা লেখকেরা!
তাদের এই বাংলার অনুপ্রেরণা মনন
এমন জীবন ভাল লাগা সুমন!


যথেষ্ট ভূমিকা রাখছেন বাংলা ভাষার
চলমান ধাঁরা বাহিক সুউচ্চারণ'
তাই তো এমন মাতৃমায়ের মহত্ত্ববোধ
সৃজন অনন‍্য শোভা বাংলা ভাষা।


সেই প্রেরণাতেই বলছি বাংলা ভাষায়
যে সকল কবিরা লেখেন কবিতা!
তারা বাংলার সুউচ্চমান মহা গুণিজন
প্রতিটি বাংলার শব্দের গুণগান রয়!


বাংলার ঘরে ঘরে জ্ঞান চর্চার ধারাতে
অসাধারণ রম‍্য রস কাব‍্য উপহার।
মানুষ প্রেম বন্দনা শোভা অনুরাগ প্রেম
আপন পর সহজ চেনা উন্নত মন।


সেই সকল গুণি মানুষ কবিকূল সকল
কেন তারা হবে কূলহারা বাঁধনের?
সেই অনুপ্রেরণাতে বলতে চাই সরকার
সরকারী কোষাগার হতে দিবে অর্থ!


কবিদের মর্যাদা এ'আহবান জানি আমি
সকল পক্ষ হতে এই বাংলাতেই।
সহমত পোষণে রইবেন ভবিষ‍্যৎ দাবীতে
বাংলার কবিরা রয় যেন অর্থপূর্ণ‍ে!
***********************
বাণী: কবিরা ভাল গঠন মূলক কবিতা বাংলাতেই রচনা করে উপহার দিবে পাঠক সমাজকে। যেন একটি কবিতার দু'চারটি লাইনে হলেও সুন্দর অর্থবহ বার্তা থাকে। আর সেই বার্তাটি হতে যদি পাঠক জ্ঞান অর্জন করে প্রকৃত মানুষ হওয়ার সুযোগ পেতে পারে। ঐ'রকম লেখাই হল স্বার্থক কবিতা লেখা কবি মর্যাদা প্রাপ্তি।