আমি কি যোগ্য সেই জন
যে মনে বাস করতে পারবে
কবি মনের সকল জল্পনা-কল্পনা
শুধুই রইবে কবি মনেরই ঠিকানা
জাগ্রত সেই কবি হইবার অপূর্ব স্বপ্ন
সুধা তবেই তো রইবো জগৎ সেরা অন্য
এক অনন্যতায় ভরে প্রাণ মন ও মন
আত্নার স্পন্দনেতে স্পন্দিত হয়ে রবে
আমি হইবো একজন আদর্শ কবি ও লিখবো
কবিতা, সাহিত্য, রম্য রচনা, নাটক, উপন্যাস
সমাজের সকল নোংরা-আবর্জনা অহং মুছে ফেলার
আদর্শে চলবে কলম এই দেশের তরে ..
বাংলা ভাষা-ভাষী মানুষের সমাজ সংস্কারের ও ন্যায্য
অধিকার আদায়ের, অপরাধ জগতের বলির স্বীকারের
হতে না হয় কোন শিশু-কিশোোর ও আবাল-বৃদ্ধের
জীবন নামক অভিশপ্তের  বলির স্বীকার।
শিখবে ছড়ার, ছন্দবেশ, আদর্শ, নৈতিক, শিষ্ঠাচার,
ধর্মীয় নীতি-নৈতিকায় ভরে মনোমুগ্ধকর ভাষাতে লেখা
আদর্শ ও গুণিজন সুশিক্ষার মনন শীলতার সেই পরম
কমল মতি-মতিনী কবি ও লেখকের জীবন দর্শাতে রইবে
নিজ জীবনে বাস্তব অভিজ্ঞতা ও উপলব্দিতে জ্ঞানালোর
পরিস্ফুটনের শুধুই আলো ছড়াতে হইবে বাস্তবতায় লেখা
চলবে, রইবে, রবে, থামবে না কলমের ছোঁয়া সেই সকল
লেখকের লেখা কবিতা, উপন্যাস, বিরহ-বেদনা, যেন কোন
একজন কবি, উপন্যাস, রম্য-রসনা, বিরহ-বেদনায় স্পর্শ
করতে না পারে আমারই মতন অপর মানুষকে।।
এই জন্যই তো বলছি কি হইবে এতো লেখা-লেখি করে?
কবে হইবো আমরা সভ্য; জড়াবো সভ্যতার অমূল্য চাদর
মানব জাতি হিসেবে মহান সৃষ্টি কর্তার সৃষ্টির সেরা জীব হয়ে;
কবিগুরু জনদের কলমের জীবন মান ও মানবিতার ছত্রতায়;
উৎসর্গিত কল্যাণকর যেন মানুষ! মানুষ হতে কবিতা, উপন্যাস,
সাহিত্য, গল্প-ছড়া, খনার-বছন, শোলক-গান-বাজনা ইত্যাদি
শিক্ষা নিয়ে মানব জীবনকে করবে উৎসাহিত ও উদ্দীপণায়
নিবে নিজেকে গড়বে সুন্দর জীবন হইবে নির্ভিক ও সৎ!!
তবেই তো লেখা স্বার্থক হইবে আমরা কবি ও লেখকদের।
===×××===
===×××===
বাণী : মানুষ আশ্রাফুল মাখলুকাৎ আল্লাহর সৃষ্টি সেরা জীব! যদি হই প্রকৃত জ্ঞান পিপাসায় সৎ ও নির্ভিকতার অকুতোভয়ের সেই গুণিজন, তবেই তো স্বার্থকতা লাভে তৃপ্ত হবে কবিগুরু জনদের আদর্শ লেখা কবিতা, উপন্যাস, রম্য-রস-রচনা, বিরহ-বেদনা, গান, গল্প ও সাংস্কৃতি সবই রুপ নেবে মানব কল্যাণের এক অনন্যতায়।।