আজ ছিল সুন্দর একটি মূহুর্ত আমার
জীবনে ছিল একটি প্রফুল্ল দিন।
জীবন চাওয়া ছিল হবো সুশিক্ষিত জন
সমাজ বুকের প্রকৃত মনুষ‍্য জন।


সেই অনুশাসন তারণাতে পথ চলা এক
অতিনগণ‍্যতম শুধু যেন আমিই!
আমার কেউ নেই পাশে আপন পর এ'কি
কেন কিসের তারণায় চলছি পথ?


কে হবে আমার সাথী এ'অর্জন না দেশের
কোন কল‍্যাণে না পরিবার না সমাজ!
হতাশা জীবন সঠিক পথ ও মন অনুধাবণ
সত‍্যনিষ্ঠা কর্তব‍্য পরায়ণ সবই সুন্দর।


এমন নিশানায় চল আমার মানবিক চেতনা
অপরূপ সুন্দর উদারতা সর্বোত্রের।
হাজার ফুলের মাঝে একটি সৌরভ সেই
ঊষার আলোক অনন‍্য শোভা মনুষ‍্য!


কবির কবিতা ও কোয়ালিটি সমৃদ্ধি বৃদ্ধিতে
কেমন ছিলেন কবি; করতেন কি?
কোন পরিবারে জন্ম, কেমন যেন প্রশ্নবিদ্ধ!
আসল কথা' হয় কি কথা রয় কি সেথা।


জগৎ খানা বড়ই আশানুরূপ সাড়া জাগা রয়
ভাবলে অবাক লাগে কোথায় স্বর্গ?
কোথায় যে নরক' দোযখ অপেক্ষিত ঐ'দুনিয়া?
কিসের নেশায় ছুটে চলছি মানুষেরা?


প্রকৃত পক্ষে মানুষ আসলেই কি ভাল স্বভাবের?
প্রশ্ন আমায় বিদ্ধকরে আসল-নকলকে।
ভাল কথা শুনতে ও জানতে শোনায় যখন মনটি
হৃদয় আমায় ব্যাকূল উতাল-পাতালের।


সেই অনুশাসন মেনেই চল জীবন দেখি কোথা স্বর্গ?
কোথায় নরক এ'ভব মাঝার দেখি সেথা!
ধর্ম হল সঠিক জ্ঞানের আলো রয় সেথায় উল্লেখিত
মানুষ সেই জ্ঞান রপ্ত করলে হবে প্রকৃত।


হবেই মানুষ সন্দেহ নেই কোন কালের স্বপ্ন চূড়াবাস
মন্দ পথ চলবে না; খারাপ কর্ম করবে না।
সেই শিক্ষা নিবে সকল মানুষ ধর্মকর্ম পালনীয় সভ্যতা
তবেই মানুষ' মানুষ পরিচয় অন্যথায় নয়!


বদ-স্বভাব, অসৎ চরিত্র, অসভ্যতা মনটি কেমনে খোদা
বাসবে ভালো অমানুষ নাম মানুষ পশুকে?
কে আছে বলে দাওনা আমায় সত্যের সন্ধ্যান করি চল
মন্দ লোকের দৌরাত্মা ভারী পথ অন্ধকার।


চোরে শোনেনা ধর্মের কিচ্ছা; কোথা সেথা জানি সকল
সেই অনুশাসন অনুপ্রেরণাতেই জীবন শুদ্ধতা।
হতেই হবে প্রকৃত মানুষ; মানুষের মতন মানুষ বিকাশ
সন্ধ্যানে প্রাপ্য শেষ-মেষ দেখা নিজেই বিয়াদব।


কারণ নেই তেমন কোন সঠিক দীক্ষার আদর্শ শিক্ষালয়
বিদ্যালয়, উচ্চবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় সবই'
জ্ঞান অর্জন প্রতিষ্ঠান' নেই যদি শিক্ষা ছাত্র-ছাত্রী সকল
প্রকৃত শিক্ষা অর্জন নির্যাস তবেই সুখ অর্জন।


মানুষের মতন মানুষ হবো আমরা মনুষ্য প্রকৃত সেরার
সুউচ্চ আসনে চলব একে অপর জ'না তরে।
মানুষের মতন মানুষ হলেই মূল্য বুঝবে সেই জ'নারাই
নিজ ভাল জগৎ ভাল সে সকল মনুষ্য ক'জনা।
××××××××××××××××××××××××××××××××××
বাণি: নিজের ভাল-মন্দ বুঝার ক্ষমতা থাকাটা একজন প্রকৃত মানুষের খুবই বিচার্যতা ঊৎকর্ষ জ্ঞান ভাবনা দরকার। আর সেই সমস্ত জ্ঞানী লোকেরাই প্রকৃত মানব জীবন অপূর্ব মনুষ্য ও মর্যাদাবান। ঐ'সমস্ত মনুষ্যদের অন্যান্য কোন মতন জীবন চল (নারী-পুরূষ)  জন-সাধারণ রোষানল স্বীকারীদের নিকট হতে ভাল কিছু আশা করাটা বোকামী ছাড়া আর কিছুই নয়।