আজ খুঁশির দিন মদিনা ঘরেঘরে আনন্দ
খুঁশির জোঁয়ারে মাতোয়ারা সকল দেশ!
সকল মুসলিম শিশু কিশোর আবাল বৃদ্ধ
ঈদের নামাজ আদায় শেষ সমাবেশ মন।


মুসল্লিগণ গণ সাক্ষাৎ মুলাকাতে মশগুল
একে অপরে বলে ঈদ মোবারক আ-হা!
মনে হয় কতটাই আপনত্ব সেরা মুসলিম
শতদল একছত্রের একই বৃন্তে প্রস্ফুটিত।


ঈদ ময়দান জেড়ে স্ব-স্ব গোত্রে গমনমন
আমরা সামর্থবান জনারা যেমন সামর্থ!
দেই পশু কুরবাণী একক অথবা যৌর্থ
একক  অথবা যৌর্থ তিন পাঁচ সাতাংশ।


এমন করেই বৈধ উপার্জিত অর্থে ক্রয়ে
পশু আল্লাহর নির্দেশ পালন ও খুঁশিতে।
এক অনন‍্য পরিবেশ সংরক্ষণ মহত্বের
ঐ'শরীক মহিমায় অসহায় লোক তৃপ্তে।


ঈদ আনন্দ ভাগ করে নিতে ধনী-গরীব
মিলিত মিলন মেলা ঈদ খুঁশি ভেলাতে।
আকাশে বাতাসে ঈদ খুঁশি ভেসে চলার
সুগন্ধি ছড়ায় সর্বত্রে অনুপ্রেরণা যোগে।


তাই তো আজ কবি কবির কবিতা ঈদ
মিলন মেলায় উদ্ভাসিত উন্নত মমশীর্ষ।
শিরধার্য ব‍্যতিক্রমচরণে উপচে পড়বে
মানবতা প্রেম মহিমা বাংলার জনতায়।
***********************
বাণী: জীবনে যে সকল মানুষ নামক বোকার দল ভাল কর্ম ব‍্যতিত বেশি চালাকী ও বুদ্ধিমান পন্ডিত (নারী-পুরুষ) মনে করে। অবশেষে ঐ'সকল লোকেরাই জীবন বৈচিত্রে অসাম‍্য ভর জীবন যাপন করে থাকে বা থাকবে।