***পহেলা বৈশাখ***
বাংলা মায়ের অপরুপের
স্বপ্ন স্বাদের আস্তা চলায়
স্বাক্ষরে অবিচল শুরু এই
বৈশাখ নবান্নের তরে রয়।


***পহেলা রোজা***
এই পহেলা বৈশাখেই
এলো নিয়ে পবিত্র মাহে
রমজানের প্রথম দশের
শুরু এক বয়ে রহমতের।


$$লক ডাউন করোনা রোধ$$
এই শুভ নববর্ষের শুভক্ষণে
পবিত্র মাহে রমজানের শুরুর
রহমতের শুভলগ্নে শুভ কল‍্যাণ


বয়ে মানবের তরে মানবতার ঐ
সেই মহান সেবায় সরকারী বিধি
নিষেধ মান‍্যে দিয়েছেন লকডাউন
থাকতে হবে ঘরে আত্মঘাতি করোনা


হতে প্রাণ রক্ষার্থে। কর্মার্জনের কর্মঠ
খেঁটে খাঁওয়া মানুষ গুলি কি করবে
এই করোনার প্রার্দুভাবের সময়ে?
হে আল্লাহ রহম করো পবিত্র মাহে


রমজানের রহমতের বরকতে।
রহমত করো বাংলা জাগরণের
সেই বাংলা ভাষাভাসী মানুষের
ঐতির্য‍্যের জাগ্রত বাঙ্গালীর স্বরুপ


আত্মশুদ্ধির শিখর স্তদ্ধ স্থপতিত্ব।
স্বরণীয় এই শুভ নববর্ষ বাংলার
জয়গান প্রতিটি বছরে নিয়ে আসে
বয়ে এই নববর্ষের উৎসব ১৪২৮


এই রুপে বহমান আসবে ঘুরে।
সেই তরে হে আল্লাহ ক্ষমা করো
দাওনা মাফ করে তোমার নগন্ন
তোমারই সৃষ্টির সেরা জীবকে


আশরাফুল মাকলুকাতের প্রাণ
করো রক্ষা এই মহামারী ভাইরাস
করোনা হতে। একমাত্র তুমিই পার
এ ভাইরাস রুখতে। অন‍্যথা নহে।
===××===
===×××===
বাণী : পবিত্র মাহে রমজানে প্রথম রহমতের সময়ে ও শুভ নববর্ষের শুভক্ষণের সেই তরে হে আল্লাহ একমাত্র তুমিই মানব প্রাণঘাতি করোনা ভাইরাস হতে রুখে প্রাণ রক্ষা করে দাও না তোমারই আশরাফুল মাখলুকাৎ মানবের জীবনের। মানুষ যত চেষ্টাই করুক না কেন! আল্লাহর রহমত ব‍্যতিত সকল প্রচেষ্টাই বিফলে যেয়ে থাকে। তাই সব সময় কল‍্যাণ কর কাজ করা উচিৎ। তবেই আল্লাহর রহমত প্রাপ্তের কোনই কমতি হয় না।