কবিতা লেখি কবিতা হয় কি না জানিনা
কবিতা লিখতে ছন্দ সূরতাল অজানা।
যখন বয়স ছিল কম তখন হতে দেখা
মানুষ বেশ রসিক পরধন লুটতেই খুঁশি।


এমন খুঁশি যা আর রয় না তার অর্জনে
মশকড়া জীবন মনে হয় সেই সেরা।
এমন করেই জীবন শেষ করছে রসিক
ছন্দের অনেক মানুষ নামক অচেনা।


নিজ জীবনের ছন্দ নেই জানা অপরকে
নিয়ে কত রকমের রঙ্গিন রঙ্গ ছন্দ!
তাদের ঐ অজানা ছন্দ লোক মুখে শোনা
রপ্ত করেই প্রকাশ বেশ খুঁশি বেসামাল।


কারো কারো জীবন ঐ'রকম ছন্দ তালেই
কেঁটে যাচ্ছে সারাটি জীবন পরিক্রমা।
আসল নকল সব কিছুই অজানা মন খেলা
হেয়ালী ছন্দের রসিক মনুষ‍্যতা অজানা।


কবিতা লেখি অজানা ছন্দ পথিক মানুষ
ছন্দ ছাড়া মানব জীবন নয় দীপ্তমান।
এমন কোন মানুষ নেই যে সে অছান্দিক
ছন্দ আছে বলেই পরিবার সংসার রয়।


যৌবনের গান তখনই মনে দোলা দেয়
যখন প্রেমি-প্রেমিকা ছন্দ পতন ঘটায়।
ছন্দ আমার অজানা রয় কবিতার পাতায়
ইচ্ছা করেই কম ছন্দ প্রকাশ করি।


যেখান মানব কল‍্যাণ আসে না যে ছন্দে
মানুষ মানুষকে খুঁন করে ছন্দতালে।
সেই সকল মানুষ ঘৃণা করি রসিক মনটি।
মানুষ কেন এতো ছান্দিক নোংরা স্বভাব?


মানুষ হবে মানুষ নিজ কল‍্যাণ অপরকেও
দীপ্তমান মানবতা পঠিত জাগতিক।
শোভা চরণ উদ্ভাসিত অতি সহজ সাধারণ
সেই মানুষ ছন্দমন অপূর্ব কবি জাগরণ।
*************************
বাণী: রসিক লোকেরা কি ভাল মানুষ? রঙ্গ রসের কথা বলতে বলতে কাছে ভিড়ে সহজ সরল লোকদের সাড়ে সর্বনাশ করে পালায় শেষ মেষ পিছন দরজা দিয়ে। এই দেখা কত খাতির। কয়েক দিন পরেই ঐ'সকল রসিক ছন্দের মিষ্টভাষীরা আর পাশে নেই। এমন করেই আমরা খুঁজি রসিক অচেনা মানুষ। তাই রসিকতা সততা ছন্দ ছান্দিকতা দরকার আছে। তবে অসততার অসভ‍্যতার সমাজ নোংরার ছন্দ ও ছান্দিকতার দরকার সমাজে আছে বলে আমার মনে হয় না।